এক্সপ্লোর
Advertisement
দল যেখানে চাইবে সেখানেই ব্যাট করতে প্রস্তুত, চার নম্বর নিয়ে চিন্তিত নন শ্রেয়স
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে দুই শিবিরের কাছেই
পোর্ট অফ স্পেন: তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে অনেক চর্চা চলছে। বিশেষজ্ঞদের অধিকাংশই বলছেন যে, সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গায় স্থায়ী সমাধান হতে পারেন তিনি। সেই শ্রেয়স আইয়ার নিজে বলছেন, তিনি ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত নন। দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ভারতের। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে দুই শিবিরের কাছেই। ম্যাচের আগের দিন শ্রেয়স বলেছেন, ‘কোন জায়গায় ব্যাট করব, সেটা পুরোপুরি দলের সিদ্ধান্ত। আমি কখনও গিয়ে বলতে পারি না যে, চার নম্বরে ব্যাট করতে চাই। আর আমি চাইলেই ওরা আমাকে সেখানে ব্যাট করতে নামিয়ে দিল, ব্যাপারটা ঠিক তা নয়। চার নম্বর জায়গাটা খালি আছে আর দল হয়তো ওই জায়গায় অনেককেই খেলিয়ে দেখবে। আপাতত কেউই ওই জায়গায় নিশ্চিত নয়।’
শ্রেয়স যোগ করেছেন, ‘ব্যক্তিগতভাবে চার নম্বরে ব্যাট করা নিয়ে ভাবছি না। আমি চাই সমস্ত জায়গায় ব্যাট করার মতো নমনীয়তা দেখাতে। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে চাই।’ শুবমান গিলের মতো তরুণ জাতীয় দলের দাবিদার হয়ে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি দুই ম্যাচ তাই বড় পরীক্ষা শ্রেয়সের। মুম্বইয়ের তরুণ বলেছেন, ‘দুটো ম্যাচ রয়েছে আর আমার হাতে। আশা করছি এই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাবে না। ভারত এ-র হয়ে খেলে যে ছন্দটা পেয়েছিলাম, সেটাই ধরে রাখতে চাই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement