AB de Villiers: আইপিএলে ফেরার ইঙ্গিত ডিভিলিয়ার্সের, কোন দলে?
IPL News: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স (AB DeVilliars)। গত বছরের শেষ দিকে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছিলেন তিনি। IPL এ ফেরার ইঙ্গিত দিলেন তিনি।
জোহানেসবার্গ: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স (AB DeVilliars)। গত বছরের শেষ দিকে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ১০ বছর ধরে আইপিএল খেলেছেন ডিভিলিয়ার্স। সম্প্রতি তিনি আইপিএলের মঞ্চে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কোন দলে দেখা যাবে তাঁকে, তা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
ডিভিলিয়ার্স অবশ্য ক্রিকেটার হিসাবে নয়, আইপিএলে ফিরলে ফিরবেন অন্য ভূমিকায়। তিনি ফিরে এলেও ক্রিকেটার হিসাবে দেখা যাবে না তাঁকে। বরং কোচিং স্টাফ হিসাবে নিজের নতুন ইনিংস শুরু করতে পারেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলেছেন যে, তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের জন্য কোনও দায়িত্ব পালন করতে চান। ডিভিলিয়ার্স মনে করেন যে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এবং আরসিবি তাঁকে অনেক কিছু দিয়েছে। তাই তিনি তাদের হয়ে তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে চান। কিছু ফিরিয়ে দিতে চান ক্রিকেটকে।
আইপিএলে ১৮৪ টি ম্যাচ খেলা ডিভিলিয়ার্স বলেছেন, “আমি এখনও বিশ্বাস করি যে, আইপিএলে পাশাপাশি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হয়ে আমার অনেক কিছু করা বাকি আছে। আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমি চেষ্টা করব। গত কয়েক বছর ধরে কয়েকজন তরুণ ক্রিকেটারকে সাহায্য করছি এবং তাদের ক্রমাগত পরামর্শ দিয়ে আসছি।” ডিভিলিয়ার্স যোগ করেন, "আমি যখন ভবিষ্যতে দাঁড়িয়ে অতীতের দিকে ফিরে তাকাব, খুশি হব যে, আমার জন্য কয়েকজন ক্রিকেটারের জীবনে বড় পরিবর্তন এসেছে। এখন আমার ফোকাস হচ্ছে আমি ক্রিকেটারদের যথাসম্ভব সাহায্য করতে পারি। সেটা পেশাগতভাবে হবে কি না সেটা দেখতে হবে।"
ডিভিলিয়ার্সের এই বক্তব্যের পর তাঁর অনেক ভক্তরাই অনুমান করছেন যে, তাঁকে আইপিএলে আরসিবির হয়ে কাজ করতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: খেলার ১২ সেকেন্ডেই গোল উইলিয়ামসের, ভাল খেলেও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র প্রীতমদের