এক্সপ্লোর
Advertisement
আরসিবি-র কাছে হারের পর গালিগালাজ করেন প্রীতি! অস্বীকার বাঙ্গারের
নয়াদিল্লি: মোহালিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) কাছে ১ রানে ম্যাচ হারার পর কিংস ইলেভেন, পঞ্জাবের কোচ সঞ্জয় বাঙ্গারকে গালিগালাজ করেছেন দলের সহ মালকিন প্রীতি জিন্টা! একটি মিডিয়া রিপোর্টের খবর এমনই। যদিও প্রীতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে খবরটি অস্বীকার করেছেন।
আজ বাঙ্গারও দাবি করেন, খবরটি ঠিক নয়। তিনিও নিজের ফেসবুক পেজে বলেছেন, আরসিবি-র কাছে এক রানে হারের পর কিংস ইলেভেনের মালিক, কর্মকর্তাদের সঙ্গে নিয়মমাফিক আলোচনা হচ্ছিল। মিডিয়ার একাংশে রং চড়িয়ে খবর দেওয়া হয়েছে। যা ঘটেইনি, তা-ই ঘটেছে বলে দেখানো হয়েছে। সামান্য ব্যবধানে পরাজয় হলে তো খারাপ লাগেই। কিন্তু দল তো ভাল ক্রিকেট খেলছে। আমার প্রতি কোনও অসম্মানসূচক শব্দ ব্যবহার হয়নি। কেউ গালিগালাজ করেননি। কিংস ইলেভেন টুর্নামেন্টে টিঁকে থাকার লড়াই চালিয়ে যাবে।
প্রীতি আগেই বলেছেন, আমি মোটেই আমাদের কোচের প্রতি অপমানসূচক আচরণ করিনি বা কাউকে গালিগালাজ করিনি, চার অক্ষরের কটু শব্দও প্রয়োগ করিনি। যে প্রতিবেদন বেরিয়েছে, তা যৌনগন্ধী, ঠিক নয়। অতিরঞ্জিত করা হয়েছে ঘটনাটিকে। সঞ্জয় ও আমি উভয়েই প্রতিবেদনটির খবর অস্বীকার করেছি। তা সত্ত্বেও তা ছাপা হচ্ছে। এই নেতিবাচক, বোধবুদ্ধিহীন ব্যাপার দেখতে দেখতে বিরক্ত হচ্ছি। আমাদের বিচার ব্যবস্থা খুব ধীরে চলে, স্রেফ তার সুযোগ নিয়ে এক শ্রেণির সাংবাদিক যা মন চায়, লিখে যান, সেলেব্রিটিদের দুর্বল শিকার বলে ধরে নেন।
ঘটনাচক্রে, কিংস ইলেভেন এবারের আইপিএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটি হেরে বসে আছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement