এক্সপ্লোর
ধোনি কেন সুযোগ পেয়েও তিনবার সিঙ্গল নিল না সেই প্রশ্ন করব না, বলছেন ফ্লেমিং
১৯-তম ওভারে নবদীপ সাইনির বলে ১০ রান হয়। তিনবার সিঙ্গল নেওয়ার সুযোগ পেয়েও নেননি ধোনি।
বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের ১৯-তম ওভারে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির তিনটি সিঙ্গল না নেওয়া নিয়ে অনেকেই বিস্মিত হলেও, কোনও প্রশ্ন করবেন না বলে জানালেন কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি এত হিসেবী যে ওর ইনিংসের শেষ ভাগ নিয়ে আমি কোনওদিন প্রশ্ন করব না। (ডোয়েন) ব্র্যাভোর বড় শট খেলার ক্ষমতা আছে। কিন্তু এম এস যদি মনে করে ও এভাব দলকে জেতাতে পারবে, তাহলে আমি সবসময় ওকে সমর্থন করব। ও অনেকবার দলকে জিতিয়েছে। এই ম্যাচেও আমাদের জয়ের এত কাছে নিয়ে গিয়েছিল। তাই আমি প্রশ্ন তুলব না।’
এই ম্যাচের ১৯-তম ওভারে নবদীপ সাইনির বলে ১০ রান হয়। তিনবার সিঙ্গল নেওয়ার সুযোগ পেয়েও নেননি ধোনি। তাঁর দল হারে এক রানে। এ বিষয়ে প্রশ্নের জবাবে ফ্লেমিং বলেছেন, ‘ধোনির মনে হয়েছিল, ও ছক্কা মেরে দলকে জেতাতে পারবে। ও নিজের শক্তির কথা মাথায় রেখেই শেষ কয়েক ওভারের হিসেব করে। ওর হয়তো মনে হয়েছিল, ম্যাচ জেতার জন্য চার-পাঁচটি ছক্কা মারা দরকার। ও দলকে জেতানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement