এক্সপ্লোর
ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখতে টুর্নামেন্টের ড্র-তে হেরফেরের কথা স্বীকার আইসিসি-র

লন্ডন: বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণ ভারত ও পাকিস্তানের ম্যাচ। দুই প্রতিবেশী দেশের লড়াই যে কোনও টুর্নামেন্টে দর্শক টানে। আর সে কারণেই বড়সড় টুর্নামেন্টগুলি দুটি দেশকে একই গ্রুপে রাখতে ক্রীড়াসূচী তৈরির জন্য যে ড্র হয় সেখানে হেরফের ঘটানোর কথা স্বীকার করে নিল আইসিসি। উল্লেখ্য, ২০১৭-র চ্যাম্পিয়ান্স ট্রফির যে ক্রীড়াসূচি ঘোষিত হয়েছে তাতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। আগামী বছরের ৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ান ভারত। ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন বলেছেন, নিঃসন্দেহে আমরা ভারত ও পাকিস্তানের ম্যাচ রাখার চেষ্টা করি। আইসিসি-র দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বেই এই ম্যাচের আকর্ষণ রয়েছে। আর দুই দলের সমর্থকরাও এই ম্যাচের জন্য মুখিয়ে থাকে। ভারত-পাক ম্যাচ মানেই টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হয়। চ্যাম্পিয়ান্স ট্রফি সহ এই নিয়ে আইসিসি-র পরপর পাঁচটি টুর্নামেন্ট ভারত ও পাকিস্তান এই গ্রুপে পড়েছে। এর অর্থ এই নিয়ে পর পর পাঁচটি টুর্নামেন্টেই গ্রুপ পর্যায়েই মুখোমুখি হচ্ছে দুটি দেশ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে টেলিভিশনে দর্শক সংখ্যাও প্রচুর হয়। কখনও কখনও তা ১০০ কোটিও ছাড়িয়ে যায়। বাণিজ্যিক স্বার্থের কথা মাথায় রেখে ভারত ও পাকিস্তান যাতে মুখোমুখি হয়, সেজন্য আইসিসি ক্রীড়াসূচী নির্ধারণের ড্র-তে রদবদল করে, এমন সন্দেহ দীর্ঘদিনের।এবার বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এ কথা প্রকাশ্যে স্বীকার করে নিল। তবে টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা বা কোনও দলের প্রতি অবিচার করে এমনটা করা হয় না বলে দাবি করেছেন রিচার্ডসন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















