ICC ODI Rankings: ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর, বিরাট তাড়া করায় ওস্তাদ, হুঁশিয়ারি জাফরের
ওয়ান ডে ক্রিকেটের নতুন বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ ঘটল বাবরের।
দুবাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীনই প্রয়োজনীয় রেটিং পয়েন্ট সংগ্রহ করে নিয়েছিলেন। এবার ওয়ান ডে বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন পাকিস্তানের বাবর আজম। আইসিসির তরফে সরকারিভাবে ঘোষণা করা হল বুধবার। বিশ্বব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বরে উঠে আসা সময়ের অপেক্ষা ছিল পাক অধিনায়কের। আইসিসির সদ্যপ্রকাশিত ব়্যাঙ্কিং তালিকায় অবশেষে অপেক্ষার অবসান। ওয়ান ডে ক্রিকেটের নতুন বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ ঘটল বাবরের।
যদিও পাকিস্তানের সেরা ব্যাটসম্যানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওয়াসিম জাফর। ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার ট্যুইটারে লিখলেন, ‘অভিনন্দন বাবর আজম। তোমার প্রাপ্য সম্মান। তবে স্বস্তিতে থাকার জায়গা নেই। কারণ তুমি জানো বিরাট তাড়া করায় কতটা সাবলীল।’ প্রসঙ্গত, রান তাড়া করে ব্যাটিং করার সময় অনবদ্য সমস্ত রেকর্ড রয়েছে বিরাটের। সেটাই মনে করিয়ে দিয়েছেন জাফর।
আইসিসির ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় বাবর আগেই পিছনে ফেলে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকে। এবার কোহলির থেকে সিংহাসন ছিনিয়ে নিলেন পাক তারকা। আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে কোহলি চলে গেলেন দু'নম্বরে।
জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ ও মহম্মদ ইউসুফের পর বাবর হলেন পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান যিনি এই সম্মান পেলেন। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটেরও শীর্ষে ছিলেন। বাবর বলছেন, “এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষে ছিলাম। এবার একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হয়েছি। তবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্থানে বসা আমার একমাত্র লক্ষ্য।”
আপাতত বাবরের সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৫। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৮৩৭। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১০৩ রান করে কোহলিকে টপকে ৮৫৮ রেটিং পয়েন্টে পৌঁছে যান তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ৩১ রান করায় ৬ পয়েন্ট খুইয়ে ৮৫২ পয়েন্টে দাঁড়িয়ে যান। শেষ ম্যাচে ৯৪ রান করার পর বিরাটকে টপকে এক নম্বরে চলে আসেন বাবর। এখন কোহলির সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৫৭।