BANG vs PNG, Match Highlights: পাপুয়া নিউ গিনিকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে শাকিবরা
ICC T20 WC 2021, BANG vs PNG: যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও পরের ২ ম্যাচে পরপর জিতে টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছে গেল টাইগাররা।
ওমান: পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে গেল বাংলাদেশ। ৮৪ রানে জয় পেল শাকিব আল হাসানরা। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও পরের ২ ম্যাচে পরপর জিতে টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছে গেল টাইগাররা।
এদিন প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। ওপেনিংয়ে নেমে নইম খাতা খুলতে না পারলেও ২৯ রান করেন লিটন দাস। এদিন ব্যাট হাতে রানে ফেরেন শাকিব আল হাসান। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৩টি ছক্কা হাঁকান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মুশফিকুর রহিম রান না পেলেও এদিন অধিনায়কোচিত ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। তিনি ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৮১ রান তুলে নেয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউ গিনি। লোয়ার অর্ডারে কিপলিন ডোরিগা ছাড়া কেউই দু অঙ্কের ঘোরে পৌঁছোতে পারেননি। পাপুয়া নিউ গিনির ইনিংস শেষ হয়ে যায় ১৯,৩ বলে মাত্র ৯৭ রানে। ব্যাটের পর বল হাতেও কামাল দেখান শাকিব। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ২টো করে উইকেট পান সইফুদ্দিন ও তাসকিন আহমেদ। ১ উইকেট পান মেহদি হাসান। তবে কোনও উইকেট এদিন পাননি মুস্তাফিজুর রহমান। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন শাকিব আল হাসান। এই ম্যাচ জয়ের ফলে সুপার ১২ তে প্রবেশ করল বাংলাদেশ।
এদিকে গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। বুধবার আয়ার্ল্যান্ডকে ৭০ রানে হারিয়ে দিল দাসুন শনাকার দল। টানা দু ম্যাচে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। অ্যান্ড্রু ব্যালবার্নির দলকে ৭০ রানে হারিয়ে দিল তারা। সেই সঙ্গে জায়গা করে নিল সুপার ১২-তে। দলের জয়ে ব্যাটে বলে নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও যিনি নিয়েছেন এক উইকেট। তাও ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে।