PAK vs AUS, 1 Innings Highlight: সেমিফাইনালে দুরন্ত লড়াই রিজওয়ান-ফকর জামানের, ১৭৭ রানের লক্ষ্যমাত্রা অজিদের
ICC T20 WC 2021, PAK vs AUS: এই ম্যাচে নজর কেড়েছেন মহম্মদ রিজওয়ান। এই হাইভোল্টেজ ম্যাচের শুরুতে তাঁর খেলাই অনিশ্চিত ছিল।
দুবাই: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালের (Semi Final) হাইভোল্টেজ ম্যাচ। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (PAK vs AUS)। পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে লড়াইয়ের রেকর্ড পাকিস্তানের পক্ষে। দু’দল এখনও পর্যন্ত ২৩টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। এদিনের ম্যাচের শুরুও হল দুরন্তভাবেই। পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan )জুটিতে শুরুতেই অস্ট্রেলিয় বোলারদের চেপে ধরেছিল পাকিস্তানের দুই ব্যাটার।
এদিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন বাবর। একের পর এক ওভার বাউন্ডারিতে রানের পাহাড় গড়ার লক্ষ্যমাত্রাও নিয়েছিলেন। কিন্তু ছন্দপতন ঘটালেন জাম্পা। দশম ওভারের শুরুতেই ওয়ার্নারের হাতে ক্যাচ আউট হন বাবর। পাঁচটি বাউন্ডারি নিয়ে ৩৪ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাক অধিনায়ক।
দেখতে থাকুন এই ম্যাচের লাইভ আপডেট- ১৭৬ রানে থামল পাকিস্তানের ইনিংস, রান তাড়া করতে নেমেই উইকেট হারাল অস্ট্রেলিয়া
তবে এই ম্যাচে নজর কেড়েছেন মহম্মদ রিজওয়ান। এই হাইভোল্টেজ ম্যাচের শুরুতে তাঁর খেলাই অনিশ্চিত ছিল। সেমিফাইনাল শুরুর আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল পাক শিবিরে। যদিও অস্ট্রেলিয় বোলিংকে চুরমার করে ৫২ বলে ৬২ রানের ইনিংস সাজান রিজওয়ান। ৪টি ওভার বাউন্ডারি আর ৩টি বাউন্ডারি দিয়ে এই ইনিংসে ভর করেই বড় রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান।
তবে কম যান না কফকর জামানও। তাঁর ২৪ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেট খুইয়ে ১৭৬ রান তুলল পাকিস্তান। প্রসঙ্গত, গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচই জিতে, বিশেষ করে ভারতকে ১০ উইকেটে হারিয়ে উজ্জীবিত ছিল বাবর আজমের দল। তবে শেষমেশ অজিদের হারিয়ে ফাইনালে পৌঁছতে পারেন কি না লক্ষ্য সেদিকেই।