Bang vs SA Match Highlights: টানা ৪ ম্যাচে হার বাংলাদেশের, ৬ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা
ICC T20 WC 2021, Bang vs SA: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দিকে আরও এক ধাপ এগোল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিলেন তেম্বা বাভুমারা।
আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দিকে আরও এক ধাপ এগোল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে দিলেন তেম্বা বাভুমারা। ৪ ম্যাচের শেষে ৬ পয়েন্ট সহ সুপার টুয়েলভের গ্রুপ ১-এ দুই নম্বরে রয়েছেন প্রোটিয়ারা। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ তাদের চারটি ম্যাচই হেরে গেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের দুঃস্বপ্ন চলছে। মঙ্গলবার আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহরা। ম্যাচ জিততে গেলে মাত্র ৮৫ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ৩৯ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৪ উইকেট হারিয়ে। অধিনায়ক বাভুমা ৩১ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন মহম্মদ নঈম ও লিটন দাস। চতুর্থ ওভারে নঈমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কা দেন কাগিসো রাবাডা। পরের বলেই সৌম্য সরকারকে (০ রান) এলবিডব্লিউ করে দেন রাবাডা। তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। লিটন (২৪) ও মেহেদি হাসান (২৫ বলে ২৭ রান) ছাড়া আর কেউই বলার মতো রান পাননি।
দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। প্রোটিয়া বোলারদের মধ্যে এনরিক নোখিয়া ও কাগিসো রাবাডা তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট তাবারেজ শামসি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তাস্কিন আমেদের বলে ফেরেন রিজা হেনড্রিকস। এরপরই কুইন্টন ডি'কককে ফেরান মেহেদি হাসান। এইডেন মারক্রামকে ফিরিয়ে দেন তাস্কিন। দক্ষিণ আফ্রিকা এক সময় ৩৩/৩ হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সহজেই ম্যাচ জিতে নেন বাভুমারা।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল?
এদিকে, মঙ্গলবার ক্রিকেট মাঠে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করলেন যুবরাজ সিংহ। ইনস্টাগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচে তাঁর দুর্দান্ত ব্য়াটিংয়ের ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছেন, ‘ঈশ্বরই নিয়তি ঠিক করে দেন। জনগণের দাবি মেনে আমি আশা করি ফেব্রুয়ারিতে মাঠে ফিরতে পারব। এই অনুভূতির মতো অন্য কিছু হয় না। সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের দলকে সমর্থন করে যান। এটা আমাদের দল। সত্যিকারের সমর্থকরা কঠিন সময়ে সমর্থন করে যাবেন। জয় হিন্দ।’