এক্সপ্লোর
Advertisement
টি-২০-তে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই কোহলি
দুবাই: টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮২০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল। ১৬ ধাপ উঠে এসেছেন ম্যাক্সওয়েল। ব্যাটসম্যানদের তালিকার প্রথম দশে কোহলি ছাড়া আর কোনও ভারতীয় নেই। বোলারদের ক্রমতালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ।
একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন কোহলি। শীর্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। সাত ও আট নম্বরে আছেন যথাক্রমে রোহিত শর্মা ও শিখর ধবন। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের কেউ নেই। অলরাউন্ডারদের তালিকায় ৯ নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা।
টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে আছেন অজিঙ্ক রাহানে। বোলারদের মধ্যে তৃতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন এবং আট নম্বরে জাদেজা। অলরাউন্ডারদের তালিকায় এই দুই ক্রিকেটার যথাক্রমে এক ও আট নম্বরে রয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement