ICC T20I Rankings: রিজওয়ান-রাজ শেষ, আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে সূর্য
Virat Kohli: চলতি বিশ্বকাপে বিরাট কোহলিও দুরন্ত ছন্দে রয়েছেন। তবে তা সত্ত্বেও, আইসিসির ব়্যাঙ্কিংয়ে পিছিয়েই গেলেন ভারতের তারকা ব্যাটার।
দুবাই: গোটা বছর ধরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনবদ্য ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসির ব়্যাঙ্কিংয়েও (ICC Rakings) তাঁর দুরন্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে। তিনি বহুদিন ধরেই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ভারতীয় ব্যাটার। তবে অনেকবার কাছাকাছি এসেও তালিকায় মহম্মদ রিজওয়ানকে (Muhammad Rizwan) সরিয়ে একেবারে শীর্ষে পৌঁছতে পারছিলেন না সূর্য। অবশেষে অপেক্ষার অবসান। বুধবারই, আইসিসির সদ্যপ্রকাশিত ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন সূর্য।
একে সূর্য
ভারতের বিগত দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান সূর্য। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই দুই ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সূর্য। বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্যাচে সূর্য অবশ্য অর্ধশতরান হাতছাড়া করলেও ১৬ বলে ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। সূর্যর উদয়ে এক ধাপ নেমে দ্বিতীয় নম্বরে রয়েছেন মহম্মদ রিজওয়ান। তিনে ডেভন কনওয়ে। চলতি বিশ্বকাপে বিরাট কোহলিও দুরন্ত ছন্দে রয়েছেন। তবে তা সত্ত্বেও, আইসিসির ব়্যাঙ্কিংয়ে কিন্তু পিছিয়েই গেলেন ভারতের তারকা ব্যাটার।
🔹 Suryakumar Yadav gains top spot
— ICC (@ICC) November 2, 2022
🔹 Wanindu Hasaranga climbs up
🔹 Big rewards for Glenn Phillips
Some big movements in the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings 📈
More 👉 https://t.co/xe27RnErej
উন্নতি রুসো, ফিলিপ্সের
নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে তিনি একধাপ নীচে নেমে দশ নম্বরে রয়েছেন। নতুন ব়্যাঙ্কিংয়ে শুধু সূর্যই নয়, অভূতপূর্ব উন্নতি ঘটালেন আরেক ইনফর্ম ব্যাটার রাইলি রুসো। প্রোটিয়া তারকা বিশ্বকাপে ইতিমধ্যেই একটি শতরান করে ফেলেছেন। দারুণ ছন্দে থাকা প্রোটিয়া তারকা এক লাফে ১৭ ধাপ এগিয়ে এলেন। বর্তমানে তিনি অষ্টম স্থানে রয়েছেন। তাঁর ঠিক আগেই সপ্তম স্থানে রয়েছেন বিশ্বকাপে শতরানকারী আরেক ব্যাটার গ্লেন ফিলিপ্স। তিনি পাঁচ ধাপ উঠে এসে সাত নম্বরে নিজের জায়াগা করে নিয়েছেন।
টুর্নামেন্টে বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গাও দারুণ ছন্দে। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলন শ্রীলঙ্কান তারকা স্পিনার। বোলারদের তালিকায় তিনিও এগোলেন। চার ধাপ এগিয়ে আরেক দ্বিতীয় স্থানে রয়েছেন হাসারাঙ্গা। তাঁর দখলে ৬৯৭ পয়েন্ট। শীর্ষে থাকা রশিদ খান তাঁর থেকে মাত্র তিন রেটিং পয়েন্টে এগিয়ে। তাই এই বিশ্বকাপ চলাকালীনই বোলারদের শীর্ষস্থানেও বদল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাহুলের অনবদ্য থ্রোয়ে লিটনের রান আউটেই কি বদলে গেল ম্যাচের রং?