ICC T20 Ranking: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস, টি-২০-তে ব্যাটারদের তালিকায় প্রথম দশে ফিরলেন কোহলি
Virat Kohli: বুধবার প্রকাশিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি পাঁচ ধাপ উপরে উঠে এলেন।
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তার পুরস্কারও পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার প্রকাশিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি পাঁচ ধাপ উপরে উঠে এলেন। ঢুকে পড়লেন প্রথম দশের মধ্যে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা ছিল বিরাট কোহলির। তাঁর ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস ভারতকে ম্যাচ জিতিয়েছিল। টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে কোহলি জায়গা করে নিয়েছেন নবম স্থানে।
এশিয়া কাপের আগে প্রথম দশ তো দূরের, প্রথম ত্রিশ জন ক্রিকেটারের মধ্যেও ছিলেন না বিরাট। গত ২৭ অগাস্ট আইসিসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি ৫২৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে ছিলেন। তবে এশিয়া কাপে দুরন্ত প্রত্যাবর্তন করেন তিনি। এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে ৯২ গড়ে ১৪৭.৫৯ স্ট্রাইক রেটে ২৭৬ রান করেছিলেন বিরাট কোহলি। আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
সূর্যকুমার যাদব সামান্য পিছিয়ে পড়লেন। তাঁকে টপকে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন সূর্যকুমার। তাঁর ৮২৮ রেটিং পয়েন্ট। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁর পয়েন্ট ৮৪৯। দুই নম্বরে থাকা কিউয়ি তারকা ডেভন কনওয়ের সংগৃহীত পয়েন্ট ৮৩১। চার থেকে আট নম্বরে রয়েছেন যথাক্রমে পাক অধিনায়ক বাবর আজম (৭৯৯), প্রোটিয়া তারকা এইডেন মারক্রাম (৭৬২), ইংল্যান্ডের ডাউয়িড মালান (৭৫৪), অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৬৮১) এবং শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা (৬৫৮)।
বোলারদের তালিকায় একমাত্র ভুবনেশ্বর কুমারই প্রথম দশে রয়েছেন। ভুবি রয়েছেন দশ নম্বরেই। রশিদ খান রয়েছেন এক নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরেই রয়েছেন শাকিব আল হাসান। ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন তিন নম্বরে।
আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বড়সড় অঘটন আইরিশদের