এক্সপ্লোর
Advertisement
ওয়ার্নারের অপরাজিত ৮৯, আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
প্রথম ম্যাচেই ৮৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।
ব্রিস্টল: আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই ৮৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৬৬ রান। আফগানিস্তান সাধ্যমতো লড়াই করলেও, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর পক্ষে সেটা যথেষ্ট ছিল না।
শনিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলাবদিন নইব। পাঁচ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার মহম্মদ শাহজাদ (০) ও হজরতউল্লাহ জাজাই (০)। তবে রহমত শাহ (৪৩), নজিবুল্লাহ জর্দান (৫১), গুলাবদিন (৩১) ও রশিদ খানের (২৭) লড়াইয়ের সুবাদে ৩৮.২ ওভারে ২০৭ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। মার্কাস স্টোইনিস জোড়া উইকেট নেন।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে কোনও সমস্যায় পড়তে হয়নি। ওয়ার্নার-ফিঞ্চের ওপেনিং জুটিতে ওঠে ৯৬ রান। এরপর ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে বাকি রান তুলে দেন উসমান খোয়াজা (১৫), স্টিভ স্মিথ (১৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪ অপরাজিত)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement