IND vs NZ: বিরাট থেকে রোহিত, ভারতের প্রথম পাঁচ ব্যাটারের কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে রেকর্ড কেমন?
ICC World Cup 2023: ৯ ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত এই ডানহাতি ওপেনার। ৫১০ রান করেছেন তিনি। শ্রেয়স আইয়ার রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। ৭ ম্যাচ খেলে ৩৭৯ রান করেছেন তিনি।
মুম্বই: দলের ২ সিনিয়র ব্যাটার। এবারের বিশ্বকাপই হয়ত ৫০ ওভারের ফর্ম্য়াটে তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ (ODI World Cup 2023)। তাই নিজেদের শেষ বিশ্বকাপে খেতাব জিততে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। দলের ব্যাটিংয়ের ২ প্রাণভোমরার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল নিজেদের ১০০ শতাংশ দিতে মাঠে নামবেন। তবে কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড কেমন এই ২ ব্যাটারের?
বিরাট কোহলি রানের বিচারে সবার আগে রয়েছেন। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ৩০ ম্যাচ খেলে ১৫২৮ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বোচ্চ বিরাটের অপরাজিত ১৫৪। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ২৮ ম্য়াচ খেলে মোট ৯৩৫ রান করেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৭। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। ৯ ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত এই ডানহাতি ওপেনার। ৫১০ রান করেছেন তিনি। শ্রেয়স আইয়ার রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। ৭ ম্যাচ খেলে ৩৭৯ রান করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৩। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ১৩ ম্যাচ খেলে ৩৬১ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭। চলতি বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে শেষ সাক্ষাতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।
চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নয়ে নয় করে ফেলেছে টিম ইন্ডিয়া। নাগাড়ে নয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিতরা। দলের দুই মহাতারকা রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন। কোহলি ৫৯৪ রান করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। অপরদিকে, রোহিত শর্মাও (Rohit Sharma) পাঁচশোর অধিক (৫০৩) রান করে ফেলেছেন, তাও আবার ১২০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে। গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও শতরান হাঁকিয়েছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার, ভারতের ব্যাটিং দুরন্ত ফর্মে।
বোলিংয়ের ক্ষেত্রেও ফাঁক ফোকর খুঁজে পাওয়াটাও বেশ কঠিন। যশপ্রীত বুমরা গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন। ১৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। আরেক তারকা বোলার মহম্মদ শামি বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। কিন্তু সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। স্পিন-টুইন রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব মিলে ইতিমধ্যেই ৩০টি উইকেট নিয়ে ফেলেছেন। তাই আপাত অর্থে এই বোলিং আক্রমণের দুর্বলতা খুঁজে বের করাটা খুবই কঠিন।