Hockey Men's Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাক বধ ভারতের
Hockey Men's Asian Champions Trophy: দলের হয়ে জোড়া গোল করেছেন হরমনপ্রীত সিংহ (harmanpreet sing)। এক গোল করেছেন আকাশদীপ। আর পাকস্তানের (pakistan) হয়ে একমাত্র গোল করেছেন মানজুর জুনায়েদ।
ঢাকা: হকিতে পাকিস্তান বধ ভারতের। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে দিল ভারতীয় হকি (indian hockey team) দল। দলের হয়ে জোড়া গোল করেছেন হরমনপ্রীত সিংহ (harmanpreet sing)। এক গোল করেছেন আকাশদীপ। আর পাকস্তানের (pakistan) হয়ে একমাত্র গোল করেছেন মানজুর জুনায়েদ। প্রথম ম্যাচ ড্র করার পর পরপর ২ ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল মনপ্রীতরা। প্রথম ম্যাচে বাংবাদেশকে ৯-০ গোলে হারিয়েছিল ভারত। এরপরই অবশ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করতে হয়েছিল তাদের।
ঢাকার মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটের মাথায়ই প্রথম গোল পায় ভারত। হার্দিক সিংহের পাস থেকে বল জালে জড়ান হরমনপ্রীত সিংহ। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল করতে পারেনি ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে ২ দলই লড়াই করে। কিন্তু শেষের দিকে একটা সুযোগ আসে ভারতের। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন পাক গোলকিপার। এরপর আর কেউ দ্বিতীয় কোয়ার্টারে গোল করতে পারেনি।
তৃতীয় কোয়ার্টারের ১২ মিনিটের মাথায় স্কোরলাইনের ব্যবধান বাড়ান ভারতের তারকা হকি প্লেয়ার আকাশদীপ সিংহ। ২-০ গোলে পিছিয়ে থেকেই পাকিস্তান ধীরে ধীরে খেলা থেকে হারিয়ে যেতে থাকে। যদিও এই কোয়ার্টারের শেষের দিকেই আব্দুল রানার পুশ থেকে হিট করে গোল আদায় করে নেন মানজুর জুনায়েদ। পাকিস্তানকে গোলের মুখ খুলে দেন তিনি। কিন্তু এরপর আর তারা কোনও গোল পায়নি। শেষ কোয়ার্টারে দুদলই আক্রমণ করে। কর্নার থেকে ভারতকে আরও এগিয়ে নেন হরমনপ্রীত। করেন নিজের দ্বিতীয় গোল। পরক্ষণে আরেকটি কর্নার পায় পাকিস্তান। কিন্তু এবারও ভারতের জাল অক্ষত রাখেন গোলরক্ষক বাহাদুর। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে যায় ভারত।
আরও পড়ুন: স্লো ওভার-রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও পয়েন্ট খোওয়াল ইংল্যান্ড