Ind A vs NZ A: ঋদ্ধির পরিবর্ত বলা হচ্ছে, নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বড় রান পেলেন ভরত
KS Bharat: তাঁকে জাতীয় টেস্ট দলে ঋদ্ধিমান সাহার বিকল্প মনে করা হচ্ছে। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বড় রান পেলেন সেই কে এস ভরত।
হুবলি: তাঁকে জাতীয় টেস্ট দলে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বিকল্প মনে করা হচ্ছে। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে বড় রান পেলেন সেই কে এস ভরত (Srikar Bharat)। ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ (Ind A vs NZ A) দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে শুরুটা ভাল হয়েছিল বাংলার তারকা ওপেনারের। তবে ক্রিজে সেট হয়েও বড় রান পাননি ঈশ্বরন।
তবে হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেছেন উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। যাঁকে টেস্ট দলের ভবিষ্যৎ ধরে নিয়ে ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ১০৪ বলে ৭৪ রানে অপরাজিত আছেন ভরত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারত এ দলের স্কোর ২২৯/৬। এখান থেকে সেঞ্চুরি করে ভরত ভারতকে বড় স্কোরে পৌঁছে দিতে পারেন কি না, দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটমহল।
Stumps Day 2: India A - 229/6 in 65.6 overs (R D Chahar 4 off 14, K S Bharat 74 off 104) #IndAvNzA #IndiaASeries
— BCCI Domestic (@BCCIdomestic) September 9, 2022
হুবলিতে বৃষ্টির জন্য ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নামে ভারতীয় এ দল। আপাতত দ্বিতীয় দিনের শেষে তারা প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করেছে। প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৪৮ বলে ৮৭ রান করে আউট হন। তিনি ১২টি চার ও ২টি ছক্কা মারেন। অভিমন্যু ঈশ্বরন ৩৬ বলে ২২ রান করে আউট হন। তিনি ৫টি চার মারেন। রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। তিনি ১টি চার মারেন। রজত পতিদার ১৭ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার মারেন। ৬টি বল খেলেও খাতা খুলতে পারেননি তিলক বর্মা। কোনও রান না করে ফেরেন তিনি।
কে এস ভরত ১০৪ বলে ৭৪ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ১০টি চার মেরেছেন। শার্দুল ঠাকুর ৫৭ বলে ২৬ রান করে আউট হন। তিনি ৪টি চার মারেন। রাহুল চাহার ১৪ বলে ৪ রান করে নট আউট রয়েছেন।
কিউয়ি বোলারদের মধ্যে জেকব ডাফি ও লোগান ভান বিক দুটি করা উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?