Shivam Dubey: চাপ ছিল, বড় ছক্কা মারার ক্ষমতায় আস্থা রেখেই সাফল্য ম্যাচের সেরা শিবমের
IND vs AFG: এক সময় সাড়া জাগিয়েও হারিয়ে যেতে বসেছিলেন। তবে গত আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে যেন তাঁর পুনর্জন্ম হয়।
মোহালি: এক সময় সাড়া জাগিয়েও হারিয়ে যেতে বসেছিলেন। তবে গত আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে যেন তাঁর পুনর্জন্ম হয়। মোহালিতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের কারিগর সেই শিবম দুবেই (Shivam Dubey)। বল হাতে এক উইকেট। ব্যাটে অপরাজিত ৬০ রান। ম্যাচের সেরাও হয়েছেন শিবম।
ম্যাচের সেরার পুরস্কার পেয়ে শিবম বলেছেন, 'খুব ঠান্ডা ছিল। আমি এই মাঠে খেলা বরাবর উপভোগ করেছি। অনেকদিন পরে খেলতে নেমে এবং চার নম্বরে ব্যাটিং করতে নেমে আমার ওপর চাপ ছিল। আমার মাথায় ছিল নিজের স্বাভাবিক খেলা খেলব। প্রথম ২-৩ বল চাপ ছিল। তারপর শুধু বল দেখে খেলছিলাম। কী হচ্ছে তা নিয়ে বেশি ভাবিনি। টি-টোয়েন্টিতে আমি কীভাবে ব্যাটিং করি সেটা জানি। এ-ও জানি যে, আমি বড় ছক্কা মারতে পারি। তাই যে কোনও সময় রান ওঠার গতি বাড়াতে পারি। বোলিংয়ের ব্যাপারে বলব, আমি সুযোগ পেয়েছি আর সুযোগ ও পরিকল্পনা কাজে লাগিয়েছি।'
টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁরা বিশ্বের তাবড় দলকেও চাপে ফেলে দেন। অঘটন ঘটান। তাঁদের দলের একাধিক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলেন না আফগানরা (IND vs AFG)। মোহালিতে ১৫ বল বাকি থাকতে কার্যত একপেশেভাবে আফগানিস্তানকে হারাল ভারত। ৬ উইকেটে।
ভারতের যে জয় দলগত পারফরম্যান্সের ফসল। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তারপর ব্যাটারদের সাবলীল ব্যাটিং। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়ক রোহিত শর্মার শুরুতেই রান আউটের ধাক্কা তাই কাবু করতে পারল না টিম ইন্ডিয়াকে।
লক্ষ্য ১৫৯ রানের। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।
তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।
আরও পড়ুন: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে