IND vs AFG, T20 WC LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে সেমির সম্ভাবনা জিইয়ে রাখল ভারত
T20 WC 2021, Match 33, IND vs AFG: এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়।

Background
আবু ধাবি: আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় (india) দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে। তারপরেও রান-রেট সহ নানা হিসেব থাকবে। আর আজ যদি ভারত হেরে যায়, তাহলে টি-২০ (T20 WC) বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।
টি-২০ বিশ্বকাপে গ্রুপ টু-তে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ভারত। ২ ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে এখন গ্রুপে ৫ নম্বরে ভারতীয় দল। রান রেট -১.৬০৯। এই গ্রুপে একমাত্র ভারত ও স্কটল্যান্ডই এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে দু’টি জিতে এবং একটি হেরে দ্বিতীয় স্থানে আফগানিস্তান (afganistan)। ফলে টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ভারতের চেয়ে ভাল জায়গায় রশিদ খানরা।
টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্য়ান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় দলকে। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি (virat kohli) ভারতের সমর্থকদের তোপের মুখে। আজও যদি ভারতীয় দল ভাল পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে সমালোচনার মাত্রা বাড়বে। বিরাট আগেই ঘোষণা করে দিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। তার আগে তিনি ভাল পারফরম্যান্স দেখাবেন এটাই কাম্য। কিন্তু সেটা এখনও পর্যন্ত করতে পারেননি ভারতের অধিনায়ক।
IND vs AFG, T20 LIVE: ৬৬ রানে আফগানিস্তানের বিরুদ্ধে জয় ভারতের
আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের খাতা খুলল ভারত।
IND vs AFG, T20 WC LIVE: শূন্য রানে ফিরলেন রশিদ
আফগানিস্তানের সপ্তম উইকেটের পতন। শূন্য রানে ফিরলেন রশিদ।






















