IND vs AUS 1st T20I: সাহায্য করেছে শিশির, ম্যাচ জিতে অকপট স্বীকারোক্তি অজি অধিনায়ক ফিঞ্চের
IND vs AUS: ভারতীয় দল ২০ ওভারে ২০৮ রান তুললেও লাভের লাভ কিছুই হয়নি। চার বল বাকি থাকতে চার উইকেটেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
মোহালি: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS 1st T20I) ক্যামেরন গ্রিন এবং ম্যাথু ওয়েডের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। ভারতীয় দল কেএল রাহুল ও হার্দিক পাণ্ড্যর অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান তুললেও লাভের লাভ কিছুই হয়নি। সাম্প্রতিক সময়ের ধারা বজায় রেখেই শেষ ১২ ম্যাচে অষ্টমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল মোহালিতে ম্যাচ জিতল। সিরিজে এগিয়ে গিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
শিশিরই সহায়
তবে ম্যাচ জিতলেও মেনে নিচ্ছেন দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় তাঁদের রান তাড়া করতে সুবিধাই হয়েছে। ফিঞ্চ বলেন, 'ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নিঃসন্দেহে বলতেই হবে যে ইনিংসের শেষের দিকে শিশির পড়ায় আমাদের সুবিধাই হয়েছে। আমাদের দলের ব্যাটাররা বড় বড় পার্টনারশিপ গঠন করতেও সমর্থ্য হয়েছে। আমার মনে হয় আমাদের ব্যাটাররা যে মানসিকতা নিয়ে ওদের ম্যাচআপ গুলির বিরুদ্ধে ব্যাট করেছে, এবং ম্যাচের রাশ আমাদের তরফে টেনে এনেছে, তা বাহবা পাওয়ারই যোগ্য। এই সময়ে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।'
Things went right down to the wire but it's Australia who won the first #INDvAUS T20I.#TeamIndia will look to bounce back in the second T20I.
— BCCI (@BCCI) September 20, 2022
Scorecard 👉 https://t.co/ZYG17eC71l pic.twitter.com/PvxtKxhpav
ক্ষুব্ধ রোহিত
অপরদিকে, দুইশোর অধিক রান করেও জিততে না পারায় বোলার এবং ফিল্ডারদের দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমার মনে হয় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা ব্যাটিংটা বেশ ভালই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দেয়।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে লজ্জার রেকর্ড ভুবনেশ্বরের