IND vs AUS 1st T20I: মোহালিতেই বিরাট বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে
Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই মার্টিন গাপ্টিলের রেকর্ড ভেঙে ফেলার হাতছানি রয়েছে রোহিতের সামনে।
মোহালি: আজ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS 1st T20) মোহালিতে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্য়ান্সের পর নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হবে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সামনে ও এক বিরাট বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে এই ম্যাচে।
বিশ্বরেকর্ডের হাতছানি
রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ ম্যাচে মোট ৩৬২০ রান করেছেন। বিশ ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। বড় শট মারার দক্ষতার জন্য রোহিতকে 'হিটম্যান' হিসাবেও ডাকা হয়ে থাকে। ভারতীয় দলের অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১৭১টি ছক্কা হাঁকিয়েছেন। তবে রানের বিচারে রোহিত সবার আগে থাকলেও, ছক্কা হাঁকনোয় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। রোহিতের থেকে এক বেশি, মোট ১৭২টি ছক্কা হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল। কিউয়ি তারকার রেকর্ডই ভাঙার হাতছানি রয়েছে রোহিতের সামনে।
একাদশে নেই পন্থ, বুমরা
মোহালিতে আর দুইটি ছক্কা হাঁকালেই মার্টন গাপ্টিলকে টপকে আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড নিজের নামে করে ফেলবেন রোহিত। প্রসঙ্গত, প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় একাদশে এই ম্যাচে অবশ্য ঋষভ পন্থকে রাখা হয়নি। তাঁর বদলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। চোট থেকে ফেরা যশপ্রীত বুমরাকেও এই ম্যাচে খেলিয়ে ঝুঁকি নিতে চাইনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অবশ্য চোট সারিয়ে একাদশে ফিরেছেন আরেক ফাস্ট বোলার হর্ষল পটেল।
মহম্মদ শামি এই সিরিজে ভারতীয় দলে থাকলেও, করোনা আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। তাঁর বদলে ভারতীয় দলে সুযোগ পাওয়া উমেশ যাদব ম্যাচে খেলারও সুযোগ পেয়েছেন। তিন বছর আগে ফেব্রুয়ারি মাসেই শেষবার ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছিলেন উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলেছিলেন টি-টোয়েন্টি ম্যাচ। আবারও সেই অজিদের বিরুদ্ধেই সাদা বলের ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে প্রত্যাবর্তন ঘটালেন ৩৪ বছর বয়সি তারকা বোলার। কেকেআরের হয়ে ভাল আইপিএলের সুবাদেই আবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন উমেশ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে ভারত, পন্থের পরিবর্তে খেলছেন কার্তিক