Rohit Sharma: প্রথম দিন ২ ওভারেই নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য, বললেন আত্মবিশ্বাসী রোহিত
Team India: রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল।
নাগপুর: অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।
তবে রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংস নিশ্চিত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, 'সত্যি কথা বলতে কী, পেসারদের প্রথম দুই ওভার ম্যাচের রাশ আমাদের হাতে তুলে দিয়েছিল। শুরুতেই যদি প্রতিপক্ষকে ২/২ করে দেওয়া যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকা যায় তো বটেই। প্রতিপক্ষ চাপে পড়বেই কারণ আমাদের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে এই ধরনের পিচে আমাদের পেসাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সেটা ওরা খুব ভাল জানে।'
পাশাপাশি ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন রোহিত। বলেছেন, 'আমাদের ব্যাটাররা খুব ভাল খেলেছে। ৪০০ রান বোর্ডে তুলে বড় রানের লিড নিশ্চিত করেছে। যে কারণে আমি ভীষণ খুশি। স্পিনারদের হাতে যথেষ্ট রানের পুঁজি তুলে দিয়েছিল ওরা।'
View this post on Instagram
জাডেজার শাস্তি
ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।
আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।