Ind vs Aus 2023: টেস্ট হোক বা ওয়ান ডে, ভারতের সহ অধিনায়ক হিসাবে কাকে দেখতে চান হরভজন?
Team India: সদ্য সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে এল রাহুলকে। ভারতীয় দলে রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হবেন কে?
মুম্বই: সদ্য সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। ভারতীয় দলে রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হবেন কে?
জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহের (Harbhajan Singh) মতে, ভারতের সহ অধিনায়ক করা উচিত রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)।
নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, 'ভারতের কোনও সহ অধিনায়ক নেই। তাহলে পরের সহ অধিনায়ক কে হতে পারে? আমি সব সময় বিশ্বাস করি যে, অধিনায়ক বা সহ অধিনায়ক এমন কাউকে করা উচিত, যে প্রথম একাদশে নিশ্চিত। সেটা দেশে হোক বা বিদেশে। আর এ ব্যাপারে সেরা রবীন্দ্র জাডেজা। আমার মতে জাডেজাকে সহ অধিনায়ক করা উচিত কারণ এঁতে ওর দায়িত্ববোধ আরও বাড়বে। ও ভাল খেলছে। সিনিয়র হিসাবে অনেকদিন খেলছে। ব্যাটিং হোক বা বোলিং, সেরা ছন্দে রয়েছে।'
হরভজন জোরালভাবে বলেছেন, 'টেস্টে জাডেজাকেই সহ অধিনায়ক করা উচিত। ওয়ান ডে-তেও সহ অধিনায়কত্ব পাওয়া উচিত। আমার অন্তত সেটাই মনে হয়।' হরভজন যোগ করেছেন, 'আমার মনে হয় এই মুহূর্তে রবীন্দ্র জাডেজার চেয়ে ভাল অলরাউন্ডার কেউ নেই। বেন স্টোকস কাছাকাছি আছে। স্টোকসও বড় ম্যাচের প্লেয়ার।'
দিল্লিতে প্রস্তুতি