(Source: ECI/ABP News/ABP Majha)
Border Gavaskar Trophy: ভারত-অস্ট্রেলিয়া প্রথম ২ টেস্টের পিচকে 'অ্যাভারেজ' তকমা দিল আইসিসি
ICC News: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ হয়েছিল নাগপুরে। দ্বিতীয় ম্যাচ হয় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে।
নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের পিচ ঘিরে বিতর্ক অব্যহত। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ হয়েছিল নাগপুরে। দ্বিতীয় ম্যাচ হয় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। যা অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। প্রথম দুই ম্যাচই সহজ ভাবে জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে মাঠে বল গড়ানোর আগে থেকেই শুরু হয়েছিল পিচ বিতর্ক। অজি সংবাদমাধ্যম দাবি করেছিল, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতে বাইশ গজ প্রস্তুত করেছে কিউরেটর।
সিরিজের প্রথম দুই টেস্টে ২২ গজের যুদ্ধে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা (Ind vs Aus)। তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। প্রথম দুই টেস্টেই পেসারদের থেকে স্পিনাররা বেশি উইকেট নেন। দুই ম্যাচই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। এবার সেই দুই স্টেডিয়ামের পিচকেই মাঝারি মানের বলে রেটিং দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
সূত্রের খবর, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুটি পিচ সম্পর্কে কোনও নেতিবাচক রিপোর্ট দেননি আইসিসির কাছে। তবে প্রশংসাও করেননি। দুটি পিচকেই 'অ্যাভারেজ' রেটিং দিয়েছেন তিনি।
নাগপুরে প্রথম ম্যাচের খেলা শুরু হওয়ার পরই অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে হইচই শুরু হয়ে যায় পিচ নিয়ে। অস্ট্রেলিয়া দল প্রথম ম্যাচের প্রথম ইনিংসে করে ১৭৭ ও দ্বিতীয় ইনিংসে করে ৯১ রান। অন্যদিকে ভারত প্রথম ইনিংসেই ৪০০ রান করে। ইনিংস সহ ১৩২ রানে প্রথম টেস্ট জেতে ভারত।
দিল্লিতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ভাল শুরু করলেও ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে। প্রথম ইনিংসে মহম্মদ শামি বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ইনিংসে চার উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে দুরমুশ করেন ভারতের তারকা বোলার রবীন্দ্র জাজেজা। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় যে, ভারত এই টেস্ট সিরিজে অন্তত হারবে না। এবং বর্ডার-গাওস্কর ট্রফি থাকবে ভারতের হাতেই। কারণ, আগেরবার এই ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। ফলে সিরিজ ড্র হলেও ভারতের হাতেই থাকবে এই ট্রফি।