Ind vs Aus: ৮ টেস্টে জলের বোতল বয়েছেন, আমদাবাদে ভারতীয় বোলারদের ঘুম কাড়লেন তিনিই
Usman Khawaja: প্রথম দিনের খেলার শেষে খাওয়াজা জানিয়েছেন, কীভাবে ভারত সফরে বারবার প্রথম একাদশে উপেক্ষিত থেকেও মনোবল না হারিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।
আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিন তিনিই নায়ক। ভারতীয় বোলারদের গোলাগুলি সামলে ঝকঝকে সেঞ্চুরি করেছেন। উসমান খাওয়াজার (Usman Khawaja) ব্যাটকে কাবু করতে ব্য়র্থ ভারতীয় স্পিনাররা।
প্রথম দিনের খেলার শেষে খাওয়াজা জানিয়েছেন, কীভাবে ভারত সফরে বারবার প্রথম একাদশে উপেক্ষিত থেকেও মনোবল না হারিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। খাওয়াজা বলেছেন, 'এই সেঞ্চুরির সঙ্গে অনেক আবেগ মিশে রয়েছে। এর আগেও আমি দুবার ভারত সফরে এসেছি। তার মধ্যে আটটি টেস্ট ম্যাচে আমাকে জল বইতে হয়েছে। উইকেট খুব ভাল। আমি শুধু উইকেট ছুড়ে দিয়ে আসতে চাইনি। বেশিরভাগটাই মনঃস্তাত্ত্বিক যুদ্ধ। নিজের অহঙ্কার ত্যাগ করতে হয়।'
ভাল জায়গায় অস্ট্রেলিয়া
এই ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে গোটা সিরিজের ভাগ্য (Ind vs Aus)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটাও নির্ভর করে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ নিদেনপক্ষে ড্র করতেই হবে ভারতকে। জিততে পারলে থাকা যাবে সুবিধাজনক জায়গায়।
তবে আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।
View this post on Instagram
আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘোরেন। একসঙ্গে সারেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানান দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জেতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের টেস্টের দল অপরিবর্তিত রেখে নেমেছে অস্ট্রেলিয়া। আর ভারত নেমেছে একটিমাত্র পরিবর্তন করে। মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে মহম্মদ শামিকে।
আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল