Ind vs Aus BG Trophy: সবচেয়ে বেশি ছক্কা ভারতের, আন্ডারউডের কীর্তি ভাঙলেন লায়ন, আমদাবাদে রেকর্ডের ছড়াছড়ি
Ind vs Aus: ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে রেকর্ডের ছড়াছড়ি।
আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। এক নজরে দেখে নেওয়া যাক সংখ্যাতত্ত্বের খেলা।
৪১ - আমদাবাদ টেস্টে সেঞ্চুরির আগে যতগুলো টেস্ট ইনিংসে সেঞ্চুরি-হীন ছিলেন বিরাট কোহলি। এর আগে সবচেয়ে বেশি ১৩ ইনিংস সেঞ্চুরি-হীন হয়ে কাটাতে হয়েছিল কোহলিকে। সেটা তাঁর প্রথম সেঞ্চুরির আগে, ২০১২ সালে।
২৫.৭০ - ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে করা ১৩৬ রানই কোহলির শেষ টেস্ট সেঞ্চুরি ছিল। তারপর ৪১ টেস্ট ইনিংসে মাত্র ২৫.৭ গড়ে ১০২৮ রান করেছিলেন কোহলি।
১৫ - আমদাবাদে ১৮৬ রানের আগে ১৫ ইনিংসে কোনও হাফসেঞ্চুরিও পাননি কোহলি। যেটা পঞ্চাশ রানও না করতে পারার হিসেবে কোহলির কেরিয়ারে সবচেয়ে বেশি সংখ্যক টেস্ট ইনিংস। এর আগে ২০১৪ সালে ১০ ইনিংস হাফসেঞ্চুরি বিহীন ছিলেন তিনি।
৮ - বর্ডার-গাওস্কর ট্রফিতে অষ্টম শতরান কোহলির। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে আটটি করে সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিং ও স্টিভ স্মিথেরও। ৯টি সেঞ্চুরি করে তালিকার শীর্ষে সচিন তেন্ডুলকর।
২৪১ - যতগুলো বলে আমদাবাদে সেঞ্চুরি করলেন কোহলি। তাঁর ২৮টি সেঞ্চুরির মধ্যে দ্বিতীয় মন্থর। ২০১২ সালে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৯ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। সেটাই তাঁর কেরিয়ারের মন্থরতম সেঞ্চুরি।
৩ - এ নিয়ে মোট ৬বার কোনও টেস্টের এক ইনিংসে প্রথম ৬ উইকেটে পঞ্চাশ বা তার বেশি রানের পার্টনারশিপ হল।
১০ - আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের মারা ছক্কার সংখ্যা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ভারতের সবচেয়ে বেশি ছক্কার নজির। এর আগে ১৯৮৬ সালে মুম্বইয়ে ও ২০১৩ সালে চেন্নাইয়ে ভারতীয় ব্যাটাররা এক ইনিংসে ৮টি করে ওভার বাউন্ডারি মেরেছিলেন। এ নিয়ে মাত্র চতুর্থবার অস্ট্রেলিয়ার বোলাররা ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা হজম করলেন।
৫৬ - ভারতের মাটিতে ভারতের মাটিতে যতগুলো উইকেট নিলেন নাথান লায়ন। ১১ টেস্ট খেলে। পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। কোনও ভিনদেশি বোলারের ভারতের মাটিতে নেওয়া সবচেয়ে বেশি উইকেটের সংখ্যা এটাই। লায়ন ভেঙে দিলেন ডেরেক আন্ডারউডের নজির। যিনি ভারতের মাটিতে ১৬ ম্যাচে ৫৪ উইকেট নিয়েছিলেন।
১৭৮.৫ - আমদাবাদে যত ওভার ব্যাট করল ভারত। গত ৬ বছরে ভারতের সবচেয়ে বড় ইনিংস। এর আগে ২০১৭ সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১০ ওভার ব্যাট করেছিল ভারত।