IND vs AUS 4th Test: শারীরিক অসুস্থতা নিয়েই শতরান! কেমন আছেন বিরাট কোহলি? জানালেন অক্ষর
Virat Kohli: বিরাট কোহলির শতরানের ইনিংসের পরেই তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় বিরাটের শারীরিক অসুস্থতার কথা জানান।
আমদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs AUS 4th Test) চতুর্থ দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১০২৫ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটি বিরাট কোহলির ২৮তম শতরান। তাঁর ১৮৬ রানের অনবদ্য ইনিংসে ভর করেই ভারতীয় দল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রান লিড নিতে সক্ষম হল ভারতীয় দল।
বিরাট কোহলির শতরানের পরেই তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। অনুষ্কা জানান শারীরিক অসুস্থতা নিয়েই বিরাট এই অনবদ্য ইনিংসটি খেলেন। তিনি লেখেন, 'শারীরিক অসুস্থতা নিয়েও এতটা ধৈর্য্য ধরে এমন এক ইনিংস খেললে। তুমি আমাকে সবসময়ই উদ্বুদ্ধ কর।'
বিরাটের আপডেট
বিরাটকে যোগ্য সঙ্গ দেন অক্ষর পটেল। অক্ষর ও বিরাট ষষ্ঠ উইকেটে ১৬২ রান করেন। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হিসাবে অক্ষরই সাংবাদিক সম্মেলনে আসেন। তাঁকে বিরাটের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে অক্ষর বলেন, 'আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না। এই প্রচন্ড গরমের মধ্যে ওঁ যেভাবে দৌড়াচ্ছিলেন, যেভাবে পার্টনারশিপটা গড়ে তোলেন, তা অনবদ্য়। ওঁর সঙ্গে ব্যাট হাতে এই পার্টনারশিপটা আমি দারুণ উপভোগ করেছি।'
চতুর্থ দিনের খেলার পর ভারতের গেমপ্ল্যান নিয়ে মুখ খুললেন অক্ষর। চতুর্থ দিনের খেলার পর অক্ষর বলেন, 'ব্যাট হাতে দলের জন্য কিছু যোগদান দিতে পেরেছি, তাঁর জন্য় আমি খুবই খুশি। আমি চেয়েছিলাম যত বেশি সম্ভব রান করতে পারি। ক্রিজ ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যাচ্ছিল। আর আমার চালিয়ে খেলা ছাড়া উপায়ও ছিল না। ক্রিজে নতুন আসার পর শট খেলা কঠিন হয়, কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর আর কোনও সমস্যা হয় না।' উল্লেখ্য, নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান অক্ষর। প্রসঙ্গত, চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩ রান। আপাতত ৮৮ রানে পিছিয়ে রয়েছেন অজিরা। পঞ্চম দিনে ভারতীয় বোলাররা বল হাতে কিছু জাদু দেখাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: সাইকার ৩ উইকেট সত্ত্বেও হিলি, থালিয়ার অর্ধশতরানে মুম্বইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলল ইউপি