এক্সপ্লোর
Advertisement
পুনম যাদবের দুরন্ত বোলিং, অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের
গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় দল। পুনম যাদবের দুরন্ত বোলিং স্পেল (১৯ রানে চার উইকেট) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে জয় এনে দিল।
সিডনি: গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় দল। পুনম যাদবের দুরন্ত বোলিং স্পেল (১৯ রানে চার উইকেট) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে জয় এনে দিল। টি ২০ বিশ্বকাপে পুনমের এই স্পেল কোনও ভারতীয়র তৃতীয় সেরা বোলিং। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১১৫ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। এরমধ্যে ভারত বোলিংয়ে একটি রিভিউ নষ্ট করে। দীপ্তি শর্মার বলে মুনির বিরুদ্ধে এলবিডব্লু-র আবেদন করেছিল ভারত।
ষষ্ঠ ওভারে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শিখা পান্ডে। অস্ট্রেলিয়ার পাওয়ার প্লে-র শেষ ওভারে মুনিকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন শিখা। মুনি ১২ বলে ৬ রান করেন।
এক প্রান্তে হিলি সাবলীলভাবে খেললেও অধিনায়ক মেগ ল্যানিং রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে আউট হন মাত্র ৫ রান করে। হিলি অর্ধশতরান পূর্ণ করে তখন ভারতের পক্ষে তখন বিপজ্জনক হয়ে ওঠেন। ঠিক তখনই পুনম যাদব তাঁকে আউট করেন। ৫১ রান করে তিনি আউট হন। তৃতীয় উইকেটের পতনের পর অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৬০ বলে ৬৬ রান।
কিন্তু পুনমের আঁটোসাঁটো বোলিং অজি বাহিনীর কাজটা কঠিন করে তোলে। পরপর দুটি উইকেট তুলে ভারতকে ম্যাচে ফেরান তিনি। আউট হন হেইন্স ও পেরি। স্কোরবোর্ডে ৭৬ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর তৃতীয় ওভারে নিজের চতুর্থ উইকেট শিকার করেন পুনম। ফর্মে থাকা জোনাসেনকে আউট করেন তিনি। ১৪ ওভারে ৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ভারতীয় বোলারদের দাপটে লক্ষ্য থেকে অনেকটা দূরেই অলআউট হয়ে যেতে হয় অস্ট্রেলিয়াকে।
এর আগে দীপ্তি শর্মার অপরাজিত ৪৬ বলে ৪৯ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে করে চার উইকেটে ১৩২ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement