IND vs ENG, Day 3 Highlights: রোহিত-পূজারার ব্যাটে বড় রানের লিড, জয়ের স্বপ্ন ভারতীয় শিবিরে
India vs England, 2nd Innings Highlights: সব মিলিয়ে ১৭১ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে ৭ উইকেট। আরও শ'দেড়েক রান কোহলিরা যোগ করতে পারলে টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগিয়ে যেতে পারে।
ওভাল: প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। রোহিত শর্মা (Rohit Sharma), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), কে এল রাহুলদের (K L Rahul) ব্যাটিং দৃঢ়তায় ভর করে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে ভারতের স্কোর ২৭০/৩। ইংল্যান্ডের চেয়ে ১৭১ রানে এগিয়ে বিরাট কোহলিরা। কম আলোয় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় ক্রিজে রয়েছেন অধিনায়ক কোহলি (২২ ব্যাটিং) ও রবীন্দ্র জাডেজা (৯ ব্যাটিং)।
বিনা উইকেটে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে শনিবার শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন রোহিত ও রাহুল। দুই ওপেনারের স্বতঃস্ফূর্ততায় রান উঠছিল মসৃণ গতিতে। রাহুল (৪৬) যখন জেমস অ্যান্ডারসনের বলে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন, ভারতের স্কোর ৮৩/১। সেখান থেকে খেলা ধরে নেন রোহিত ও পূজারা। বিদেশে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত (১২৭)। পূজারা ৬১ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেটে দুজনে ১৫৩ রান যোগ করে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন।
এদিন ওপেনার হিসেবে দ্বিতীয় দ্রুততম ১১ হাজার রান করে নতুন নজির গড়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিত মোট ২৪৬টি ইনিংস খেলে ১১ হাজার রান পূরণ করেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে সেঞ্চুরি করলেন তিনি।
তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ওপেনার হিসেবে মাস্টার ব্লাস্টার ২৪১ ইনিংসে ১১ হাজার রান সম্পূর্ণ করেছিলেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ম্যাথু হেডেন। ১১ হাজার রান পূরণ করতে তাঁর লেগেছিল ২৫১টি ইনিংস। চারে থাকা সুনীল গাওস্কর ২৫৮টি ইনিংসে ১১ হাজার রান পূরণ করেছিলেন।
এই প্রথম বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন হিটম্যান। তাও মঈন আলির বলে ছক্কা হাঁকিয়ে। মইন আলিকে ছক্কা হাঁকিয়ে শতরান করার ভিডিও এই মুহূর্তে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। কে এল রাহুল বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তবে রোহিত একই ছন্দে ব্যাট করে যান। এ দিনই টেস্ট ক্রিকেটে তিন হাজার রানও পার করলেন রোহিত।
সব মিলিয়ে ১৭১ রানে এগিয়ে ভারত। হাতে রয়েছে ৭ উইকেট। আরও শ'দেড়েক রান কোহলিরা যোগ করতে পারলে টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগিয়ে যেতে পারে।
বিদেশে প্রথম সেঞ্চুরি, রোহিতকে নিয়ে উচ্ছ্বসিত সহবাগ-লক্ষ্মণরা