Yuzvendra Chahal Record: লর্ডসের কীর্তিমান চাহাল, এই নজির নেই কোনও ভারতীয় বোলারেরই
Ind vs Eng, 2nd ODI: ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনও বোলার ওয়ান ডে ক্রিকেটে ৪ বা তার বেশি উইকেট নিতে পারেননি।
লর্ডস: লর্ডসে নতুন নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল।
বৃহস্পতিবার ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনও বোলার ওয়ান ডে ক্রিকেটে ৪ বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে ৪ উইকেট নিয়ে নজির গড়লেন।
টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের মাটি থেকে ওয়ান ডে সিরিজ জিতে ফেরারও সুবর্ণ সুযোগ রোহিত শর্মাদের সামনে। ওয়ান ডে সিরিজে ভারত এমনিতেই ১-০ ব্যবধানে এগিয়ে। বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট করে দিল ভারত। ২৪৭ রান তুলতে পারলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেবে ভারত। সেক্ষেত্রে তৃতীয় ওয়ান ডে হয়ে দাঁড়াবে শুধু নিয়মরক্ষার।
View this post on Instagram
ওভালে ভরাডুবির পর, এই ম্যাচে ইংল্যান্ড ওপেনাররা কিছুটা সামলেই নিজেদের ইনিংস গড়ছিলেন। যদিও তাঁদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ৪ উইকেট নেন। সাত নম্বরে নামা মঈন আলি (৪৭ রান) ও আট নম্বরে নামা ডেভিড উইলির (৪১ রান) ইংল্যান্ডের ইনিংসেক ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়। ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৪৭।
আরও পড়ুন: অলিম্পিক্সের পরই ছন্দহীন, সিঙ্গাপুরে সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরবে?