IND vs ENG Live: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সবথেকে বড় জয়, ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া
ING vs ENG, 3rd Test: শতরান করার সঙ্গে সঙ্গে গতকাল তিনি বীরেন্দ্র সহবাগকে ছুঁয়ে ফেললেন। সহবাগ যখন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন, তিনিও নিয়েছিলেন ১৩ ইনিংস
LIVE

Background
IND vs ENG Live: সবথেকে বড় জয়
১২২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারাল ভারত। এটাই টেস্ট ইতিহাসে ভারতের সবথেকে বড় জয়।
IND vs ENG Live Score: নবম উইকেটের পতন
ফের একবার পর পর দুই ওভারে দুই উইকেট পড়ল ইংল্যান্ডের। বেন ফোকসকে ১৬ রানে ফেরালেন জাডেজা। ১৬ রানে অশ্বিনের স্বীকার হলেন টম হার্টলি।
IND vs ENG Live: আরও এক সাফল্য
ভারতের স্পিন ভেল্কিতে তাসের ঘরের মতো ভাঙছে ইংল্যান্ডের ব্যাটিং। থ্রি লায়ন্সকে সপ্তম ধাক্কা দিলেন কুলদীপ। রেহান আমেদ ফিরলেন শূন্য রানে।
IND vs ENG Live Score: দুই ওভারে দুই সাফল্য
ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ব্যাটার বেন স্টোকস ও জো রুট উভয়ই পরপর দুই ওভারে আউট হলেন। জাডেজা সাত রানে জো রুটকে আউট করার পরের ওভারেই কুলদীপ ইংল্যান্ড অধিনায়ক স্টোকসকে ১৫ রানে ফেরালেন। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫০/৬।
IND vs ENG Live : ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন
জনি বেয়ারস্টোর উইকেট হারাল ইংল্যান্ড। ৪ রান করে জাডেজার বলে আউট হলেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
