IND vs ENG, Match Highlights: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের
IND vs ENG, 5th Test, Edgbaston Stadium: লাঞ্চের আগেই সেই কাজটি করে ফেললেন জো রুট ও জনি বেয়ারস্টো। কঠিন কাজটাই সহজ করে দিয়েছিলেন ২ ইংরেজ ওপেনারই।
এজবাস্টন: দুরন্ত জয় ইংল্যান্ডের। মাত্র ১১৯ রান দরকার ছিল। লাঞ্চের আগেই সেই কাজটি করে ফেললেন জো রুট ও জনি বেয়ারস্টো। গতকাল দিনের শুরু থেকে ভারতই ছিল চালকের আসনে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ছুড়ে দেওয়া হয়েছিল ৩৭৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা। কিন্তু কঠিন কাজটাই সহজ করে দিয়েছিলেন ২ ইংরেজ ওপেনারই। চতুর্থ দিনের শেষে যখন খেলা শেষ হয়েছে, তখন জয় থেকে মাত্র ১১৯ রান দূরে ছিল ইংল্যান্ড। তখনই সবাই বুঝে গিয়েছিল যে এই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। এদিন ঠিক সেটাই হল। খেলা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই ম্যাচ পকেটে পুরে ফেলল ইংল্যান্ড। শতরান হাঁকালেন রুট, বেয়ারস্টো।
শেষ দিনে দেড় ঘণ্টায় খল খতম
হাতে সাত উইকেট। প্রয়োজন মাত্র ১১৯ রান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন আগের দিন অপরাজিত থেকে ক্রিজ ছাড়া রুট ও বেয়ারস্টো। প্রথম ইনিংসে মিস করলেও দ্বিতীয় ইনিংসে শতরান মিস করেননি রুট। বরঞ্চ শতরানের পর অনেকটা টি-টোয়েন্টি খেলার মেজাজে ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত ১৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন বেয়ারস্টো। তিনিও ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে অপরাজিত থেকে যান। ২ ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
সিরিজ অধরা ভারতের
গত বছর টেস্ট সিরিজ খেলতে নেমে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে দেশে ফিরে গিয়েছিল ভারতীয় দল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। করোনার জন্য সেবার শেষ টেস্টটি খেলা হয়নি। এবার সেই একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে এসেছিল ভারত। বিরাট নেতৃত্ব ছাড়ার পর রোহিত অধিনায়ক হয়েছেন। কিন্তু এই টেস্টের আগে কোভিড আক্রান্ত হওয়ায় ম্যাচ থেকে বাদ পড়ে যান তিনি। যশপ্রীত বুমরা নেতৃত্বভার সামলেছিলেন এই টেস্টে। কিন্তু পারলেন না ম্যাচ ও সিরিজ জেতাতে দলকে।
আরও পড়ুন: কামব্য়াক করেছিলেন গত বছর, ফের জাতীয় দলের থেকে হারিয়ে যেতে বসেছেন অশ্বিন