IND vs ENG, 5th Test: ভারতের হারের পর কোচ দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এই প্রাক্তন পাক স্পিনার
IND vs ENG: এই টেস্টে স্পিন বিভাগে শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের মত অভিজ্ঞ তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল।
![IND vs ENG, 5th Test: ভারতের হারের পর কোচ দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এই প্রাক্তন পাক স্পিনার IND vs ENG, 5th Test: Former Pakistan cricketer points out India's biggest mistake in Birmingham Test IND vs ENG, 5th Test: ভারতের হারের পর কোচ দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এই প্রাক্তন পাক স্পিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/9972cb72c430d51703288a90d15cae601657037571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
এজবাস্টন: ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টে হারের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছেন কোচ রাহুল দ্রাবিড়। দল নির্বাচন, গেমপ্ল্যান কোনও কিছুই কাজে দেয়নি। এই পরিস্থিতিতে দ্রাবিড়কেও কাঠগড়ায় তোলা হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়াও। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এই টেস্টে ভারতীয় দল নির্বাচনই ভুল ছিল বলে মনে করেন তিনি। আর তার জন্য দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
কী বলছেন কানেরিয়া?
এই টেস্টে স্পিন বিভাগে শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অশ্বিনের মত অভিজ্ঞ তারকাকে দলের বাইরে রাখা হয়েছিল। আর এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন কানেরিয়া। প্রাক্তন পাক স্পিনার বলছেন, ''জয়ের দোরগোড়ায় ছিল ভারত। সেখানে থেকে হার। আমার তো একাদশ দেখেই অবাক লাগছিল। রবিচন্দ্রন অশ্বিন কেন একাদশের বাইরে। এই সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কোচ হিসেবে রাহুল দ্রাবিড় কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন? উনি তো ক্রিকেট খেলেছেন অনেক ইংল্যান্ডে। গ্রীষ্মে এখানে পিচ শুকিয়ে যায়। ফলে তৃতীয় দিন থেকেই সিমারদের সঙ্গে স্পিনাররাও সুবিধে পায়। তাহলে অশ্বিনের মতো একজন স্পিনারকে বসিয়ে রাখার কোনও মানে হয় না কি।''
উল্লেখ্য, অশ্বিনের বদলে শার্দুল ঠাকুরকে খেলানো হয়েছিল এই ম্যাচে। মিডিয়াম পেসের সঙ্গে ব্যাটের হাতও রয়েছে শার্দুলের। কিন্তু এই ম্যাচে বল হাতে মাত্র ১টি উইকেট নিতে পেরেছেন শার্দুল। এমনকী ব্য়াট হাতেও কোনও যোগদান নেই। এরপরই সবাই প্রশ্ন তুলেছেন যে শার্দুলকে কেন ভাবা হল অশ্বিনের আগে।
ভারতের হার শেষ দিনে
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এই নিয়ে তিন নম্বর টেস্ট হারল ভারত। হাতে সাত উইকেট। প্রয়োজন মাত্র ১১৯ রান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন আগের দিন অপরাজিত থেকে ক্রিজ ছাড়া রুট ও বেয়ারস্টো। প্রথম ইনিংসে মিস করলেও দ্বিতীয় ইনিংসে শতরান মিস করেননি রুট। বরঞ্চ শতরানের পর অনেকটা টি-টোয়েন্টি খেলার মেজাজে ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত ১৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন বেয়ারস্টো। তিনিও ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে অপরাজিত থেকে যান। ২ ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)