India Squad for Ireland Tour: আয়ারল্যান্ড সফরে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা ভারতের, নেতৃত্বে হার্দিক
Indian Team : জুনের ২৬ ও ২৮ তারিখে দুটি ডাবলিনে দুটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া
মুম্বই : আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে টি২০ সিরিজ। ১৭ সদস্যের স্কোয়াড বেছে নিল ভারত। টি২০-তে অসাধারণ সাফল্যের পর হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) কাঁধে তুলে দেওয়া হল নেতৃত্ব। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। জুনের ২৬ ও ২৮ তারিখে ডাবলিনে দুটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
এদিকে আইপিএলের শেষ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদকে প্রতিনিধিত্ব করা রাহুল ত্রিপাঠীর ডাক পড়েছে জাতীয় দলে। প্রত্যাবর্তন হচ্ছে সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনেরও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরে ডাক পড়েছিল উমরান মালিকের। স্কোয়াডে থাকছেন তিনিও।
আরও পড়ুন ; ৬৮ ধাপ লাফিয়ে আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়ে সেরা দশে ঈশান
তবে, স্কোয়াডে নেই বেশ কয়েকটি বড় নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ও শেষ টেস্টের কথা মাথায় রেখে এই স্কোয়াড রাখা হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলিদের। গত বছরে শুরু হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচ হবে এটি। ভারতীয় শিবিরে করোনা থাবা বসানোয় পঞ্চম ম্যাচ বাতিল করতে হয়েছিল। আগামী ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত খেলা হবে ষষ্ঠ ও শেষ টেস্ট ম্যাচ। বার্মিংহামের এজবাসটনে বসতে চলেছে ম্যাচের আসর।
ভারতের স্কোয়াডে কারা ?
হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুড়া, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেট কিপার), যুববেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণৌ, হর্শল প্যাটেল, অবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।
প্রসঙ্গত, আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। চলতি বছরে আটটি ম্যাচে ৩৪০ রান তুলেছেন বাঁ হাতি এই ওপেনার।
টি২০-তে সেরা দশের মধ্যে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার। শুধু তাই নয়, ৬৮ ধাপ লাফিয়ে একেবারে সপ্তম স্থানে উঠে এসেছেন ঈশান। ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। এর আগে আইসিসি-র তরফে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ঈশান ৭৬ তম স্থানে ছিলেন।