Hardik-Chahal: সিরিজ জিতে ধনশ্রী ও চাহালের সঙ্গে আয়ার্ল্যান্ড ভ্রমণে হার্দিক
BCCI: সিরিজ জয়ের পরের দিনে আয়ার্ল্যান্ডে ঘুরে বেড়ালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), যুজবেন্দ্র চাহালরা (Yuzvendra Chahal)।
ডাবলিন: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে খোশমেজাজে ভারতীয় শিবির (Team India)। সিরিজ জয়ের পরের দিনে আয়ার্ল্যান্ডে ঘুরে বেড়ালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), যুজবেন্দ্র চাহালরা (Yuzvendra Chahal)।
২-০ ব্যবধানে সিরিজ জেতার পর বুধবার আয়ারল্যান্ডে ঘুরে বেড়াতে দেখা যায় হার্দিককে। সঙ্গী? যুজবেন্দ্র চাহাল ও তাঁর সুন্দরী স্ত্রী ধনশ্রী। তিনজনে ছবিও তুলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
View this post on Instagram
সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা বেশ উপভোগ করছেন। শুধু খেলোয়াড় নন, তাঁদের পরিবারের সদস্যরাও আয়ার্ল্যান্ডে বেশ মজা করছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা। এই ভিডিওতে তাঁকে 'সোনা কিতনা সোনা হ্যায়' গানে নাচতে দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছেন ধনশ্রী। এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক ভক্ত দেখেছেন। ভিডিও শেয়ার করে ধনশ্রী লিখেছেন, ‘ফুল এবং আবহাওয়া আমাকে এটা করতে বাধ্য করেছে'।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আর একটি অপেক্ষার অবসান হয়েছে। ভারতের জার্সিতে (India vs Ireland) টি-টোয়েন্টি অভিষেক হয়েছে উমরন মালিকের। যদিও দারুণ কিছু অভিজ্ঞতা হয়নি। বরং ২ ম্য়াচে ৫ ওভারে ৫৬ রান খরচ করেছেন জম্মু ও কাশ্মীরের পেসার। পেয়েছেন এক উইকেট।
রান খরচ করার পরেও অবশ্য তরুণ পেসার পাশে পেয়ে যাচ্ছেন অধিনায়ককে। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) জানিয়ে দিয়েছেন, বলের গতির জন্যই উমরন ভয়ঙ্কর।
মঙ্গলবার আইরিশদের মাত্র ৪ রানে হারিয়ে সিরিজ ২-০ জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন উমরন। ম্যাচের পর হার্দিক বলেছেন, 'উমরনের পাশে রয়েছি কারণ ওর বলের গতি রয়েছে। ওর বলের যা গতি, তাতে ওকে মারা ব্যাটারদের পক্ষে খুব কঠিন।'
আরও পড়ুন: উপস্থিত বুদ্ধি! এলবিডব্লিউয়ের আবেদনের মধ্যেও অবিশ্বাস্য ক্যাচ ওয়ার্নারের