এক্সপ্লোর
Advertisement
টপকে গেলেন ধোনিকে, টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড বিরাটের
ধোনিকে টপকে যাওয়ার জন্য আজকের ম্যাচে ২৫ রান দরকার ছিল বিরাটের।
হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ বাকি থাকতেই ভারতের টি-২০ সিরিজ জয়ের দিনে একটি ব্যক্তিগত নজিরও গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। তিনিই টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ভারতীয় অধিনায়ক। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন বিরাট। এখন তাঁর আগে শুধু নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি।
ধোনিকে টপকে যাওয়ার জন্য আজকের ম্যাচে ২৫ রান দরকার ছিল বিরাটের। তিনি করেন ৩৮ রান। এদিন আর ১২ রান করতে পারলেই আরও একটি নজির গড়তে পারতেন ভারতের অধিনায়ক। তাঁর, উইলিয়ামসন ও দু প্লেসির টি-২০ ম্যাচে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আটটি করে অর্ধশতরান ছিল। এই ম্যাচে ৪৮ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলে সবার উপরে চলে গিয়েছেন উইলিয়ামসন। বিরাট ও দু প্লেসি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।
এছাড়া আরও একটি নজির গড়ার সামনে বিরাট। আর ৬টি ছক্কা মারতে পারলে ইংল্যান্ডের ইয়ন মরগ্যানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৫০টি ছক্কা মারার রেকর্ড গড়বেন তিনি। আজ একটি ছক্কা মারেন ভারতের অধিনায়ক। এই সিরিজে আরও দু’টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement