এক্সপ্লোর
ওডিআই-এর পর টেস্ট সিরিজেও লজ্জার হার, কড়া মনোভাব নিতে পারে বোর্ড, চাওয়া হতে পারে বিস্তারিত রিপোর্ট
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ২-০ ও তার আগে একদিনের সিরিজে ৩-০ হেরেছে ভারত। দুই সিরিজে এভাবে বিধ্বস্ত হওয়ার পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কড়া মনোভাব নিতে পারে।

নয়াদিল্লি: নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ২-০ ও তার আগে একদিনের সিরিজে ৩-০ হেরেছে ভারত। দুই সিরিজে এভাবে বিধ্বস্ত হওয়ার পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কড়া মনোভাব নিতে পারে। নিউজিল্যান্ডের দুই সিরিজে হারের পর বিসিসিআই-এর এক সূত্রে জানানো হয়েছে যে, ওয়ানডে ও টেস্ট সিরিজে হার দেখিয়ে দিয়েছে যে, দলের অবস্থা খুব একটা ভালো নয়। এখন দলের পূর্ণ সময়ের ম্যানেজার রয়েছেন। প্রতি সফরের পরই পরিস্থিতি সম্পর্কে বোর্ডের কাছে রিপোর্ট পেশ করেন ম্যানেজার। কিন্তু এবার দলের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাওয়া হতে পারে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটে হেরেছে ভারত। প্রথম টেস্টে হেরেছিল ১০ উইকেটে। প্রথম টেস্টে ভারত হেরেছিল ১০ উইকেটে। নিউজিল্যান্ড সফরে টি ২০ সিরিজে ভারত ৫-০ জয়ী হয়েছিল। এরপর একদিনের সিরিজে ৩-০ ও টেস্ট সিরিজে ২-০ হেরেছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















