Yuzvendra Chahal: জাতীয় দলকে বলে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাক চাহাল, পরামর্শ দিচ্ছেন প্রাক্তন নির্বাচক
Team India: একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সেরা স্পিন অস্ত্র মনে করা হতো। এখন ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, ভারতের প্রথম একাদশে নিশ্চিত নয় লেগস্পিনারের জায়গা।
আমদাবাদ: সেরা ছন্দে নেই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সেরা স্পিন অস্ত্র মনে করা হতো। এখন ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি, ভারতের প্রথম একাদশে নিশ্চিত নয় লেগস্পিনারের জায়গা। সতীর্থ ও বন্ধু কুলদীপ যাদবের দুরন্ত প্রত্যাবর্তনে চাপে পড়ে গিয়েছে চাহালের কেরিয়ার!
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি সিরিজ মিলিয়ে ছয় ম্যাচের মাত্র দুটিতে সুযোগ পেয়েছেন হরিয়ানার লেগস্পিনার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রধান স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে বেছে নিয়েছে। কুলদীপ যাদব প্রায় প্রতিটি ম্যাচে উইকেট তুলে নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে চলেছেন।
এই পরিস্থিতিতে চাহালকে পরামর্শ দিচ্ছেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার সুনীল যোশী। অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দরের সাফল্য চাহালের প্রথম একাদশে নিজের জায়গা ধরে রাখার পথে আরও বড় অন্তরায়। ভারতের প্রাক্তন বাঁহাতি স্পিনার যোশী মনে করেন, চাহালকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অনুমতি দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করা উচিত। যোশী বলেছেন, ‘একটা সময় যে কোনও বোলারের কেরিয়ারে এইরকম কঠিন পর্ব আসতে পারে। চাহাল সেই পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। চাহালের মতো কেউ, যে খেলার সুযোগ পাচ্ছে না, ঘরোয়া ক্রিকেট খেলার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করা উচিত। ফর্মে ফিরে আসার জন্য ওর ম্যাচ খেলাটা খুবই দরকার। প্রস্তুতির জন্য এটাই চাহালের আদর্শ।’
জাতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক সুনীল যোশী আরও বলেছেন, ‘চাহাল একজন আক্রমণাত্মক স্পিনার। ওকে একটু সময় দিন। বেশি চাপ তৈরি না করাই ভাল।’ চাহালের বোলিং অ্যাকশন পরিবর্তন প্রসঙ্গে যোশী বলেছিলেন যে, ফলো থ্রু এবং রিলিজ নিয়ে পরিশ্রম করতে হবে। যোশি বলেছেন, ‘চাহালকে ওর ফলো থ্রু নিয়ে কাজ করতে হবে। সঠিক লেংথে বল করতে হবে। বল স্পিন করাতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ভিসা জট কাটল
ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) সিরিজের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ভারতে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। তবে ভিসা সমস্যায় আটকে গিয়েছিলেন উসমান খাওয়াজা (Usman Khawaja)। সতীর্থদের সঙ্গে ভারতে আসতে পারেননি।
ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার। এবং সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারিও দিলেন। অবশ্য মজা করে। হিন্দিতে। বিমানের মধ্যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খাওয়াজা। সঙ্গে লিখলেন, 'ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ...'।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দল ভারতে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি ওপেনার উসমান খাওয়াজা। তিনি ভিসা পাননি। যে কারণে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সঙ্গে আসতে পারেননি তিনি। এর আগে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উসমান খাওয়াজা।