WTC Final 2021: রেট্রো লুকে টেস্ট যুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, গায়ে চাপিয়ে বিশেষ বার্তা জাড্ডুর
টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার ভারত রেট্রো জার্সি পরে মাঠে নামতে চলেছে।
লন্ডন : 'যুদ্ধ' শুরু হতে বেশি দেরী নেই, তার আগেই 'বর্ম' ঘিরে উচ্ছ্বাসের আবহ টিম ইন্ডিয়ার অন্দরমহলে। ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাদাম্পটনে শুরু হবে টেস্ট মহাযুদ্ধ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে ভারত। যে ম্যাচে বিরাটদের দেখা যাবে রেট্রো লুকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বিশেষভাবে বানানো হয়েছে যে জার্সি। শনিবার তারা যে সোয়েটার পরে খেলতে নামবেন, তার ছবি সোশ্যাল মাধ্যমে টিম ইন্ডিয়ার ভক্তদের জন্য শেয়ার করেছেন রবীন্দ্র জাদেজা।
রেট্রো লুকের পোশাক নিয়ে যে ভারতীয় ক্রিকেটাররা বেশ খুশি সেটা ধরা পড়েছে জাড্ডুর ক্যাপশানেই। যেখানে ভারতীয় এই অলরাউন্ডার লিখেছেন, 'রিয়াউন্ড অফ নাইটিজ।' সঙ্গে হ্যাশট্যাগে জুড়েছেন 'লাভিং ইট' ও 'ইন্ডিয়া'। জাড্ডুর যে রেট্রো লুকের সোয়েটার বেশ পছন্দ হয়েছে, সেই নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। ভি-কলার নেক সোয়েটারের গলাতে বিশেষ নীল স্ট্রাইপ রেট্রো লুকটিকে আরও ফুটিয়ে তুলেছে।
টেস্ট ক্রিকেটে এবারই ভারত প্রথমবার রেট্রো জার্সি পরে মাঠে নামতে চলেছে। এর আগে টিম ইন্ডিয়া ১৯৯২ সালের বিশ্বকাপের জার্সিকে রেট্রো লুকে প্রথমবার ব্যবহার করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে যে জার্সি পরে খেলেছিল ভারত।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঙুলে চোট পাওয়ার পর এই প্রথম টেস্টে নামতে চলেছেন জাড্ডু। মাঝে অবশ্য চোট সারিয়ে এবারের অসমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটেছ তাঁর। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পরিয়নশিপের ফাইনালের কিছুদিন পরে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা বিরাট ব্রিগেডের। চেনা ছন্দে টেস্টের মঞ্চে ফিরতে মুখিয়ে রয়েছেন জাদেজা।
তবে আপাতত আপামর বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। ১৮ থেকে ২২ জুন যা হওয়ার কথা। ২৩ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। যদি বৃষ্টির বা অন্য কোনও কারণে খেলা ভেস্তে যায় সেক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড দুই দেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে বলেই ঘোষণা করে দেওয়া হয়েছে।