IND vs PAK, Asia Cup 2022: শর্ট বল কাঁটায় বিদ্ধ পাকিস্তান, একে একে ফিরলেন বাবর, রিজওয়ানরা
IND vs PAK: পাকিস্তানের টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই শর্ট বলের বিরুদ্ধে আউট হন। এই ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। ১৪৭ রানেই অল আউট হয়ে যান বাবররা।
দুবাই: দুবাইয়ের ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2022) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs PAK)। ম্যাচে প্রথম ইনিংস শেষে কিছুটা হলেও ব্যাকফুটে পাকিস্তান। সৌজন্যে ভারতীয় বোলারদের দারুণ বোলিং। আরও স্পষ্টভাবে বলতে গেলে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), হার্দিক পাণ্ড্যদের (Hardik Pandya) শর্ট বলের পরিকল্পনা। ভারতীয় বোলারদের শর্ট বলের ঝাঁঝে বিপর্যস্ত পাক ব্যাটাররা। বাবার আজম, মহম্মদ রিজওয়ান, রেহাই পেলেন না কেউই।
এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সবাইকে চমকে দিয়ে ঋষভ পন্তকে দলের বাইরেই রাখা হয়। বদলে বাড়তি বোলার হিসাবে আবেশ খানকে দলে সুযোগ দেওয়া হয়। ম্যাচের প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের প্যাডে বল লাগায় আম্পায়ার তাঁকে আউট দিলেও, রিভিউয়ের জেরে সিদ্ধান্ত বদল হয়। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ও রিজওয়ানই ভারতকে দায়িত্ব নিয়ে হারিয়ে দিয়েছিলেন। তাঁদের ওপেনিং পার্টনারশিপটা ভাঙা তাই খুব জরুরি ছিল। রিজওয়ান প্রথম ওভারে বেঁচে গেলেও, ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে বাবর বাঁচলেন না।
শর্ট বলে কুপোকাত
ডান কাঁধের দিকে একবারে সঠিক বাউন্সারে পুল মারতে গিয়েই ১০ রানে ফিরতে হল বাবারকে। ফখর জামান আবার পুল নয়, বরং কাট মারতে গিয়ে ফেরেন। অফস্টাম্পের বাইরে আবেশ খানের শর্ট বলের বিরুদ্ধে কাট করতে গিয়েই বলে হালকা খোঁচা দেন ফখর। দীনেশ কার্তিক তা উইকেটের পিছনে দস্তানাবদ্ধ করেন। আম্পায়ার প্রথমে ফখরকে আউট না দিলেও, দারুণ খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দিয়ে ফখর নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। ১০ রানেই শেষ হয় তাঁর ইনিংস। তবে ফখরের ইনিংস শেষ হলেও, শর্ট বলের বিরুদ্ধে পাকিস্তানের সমস্যা কিন্তু শেষ হয়নি।
নিজের দ্বিতীয় স্পেলে বলে এসেই হার্দিক সেট ইফতিখার আহমেদ ও রিজওয়ান, উভয়কেই ফেরান হার্দিক। সৌজন্যে সেই শর্ট বল। ইফতিখারও পুল করতে গিয়েই দীনেশ কার্তিকের হাতে ধরা দেন। রিজওয়ান তো কার্যত হার্দিকের বল বুঝতেই পারেননি। লেংথ তো বটেই, হার্দিকের বলের গতিও পরাস্ত করে তাঁকে। সময়ে ব্যাটই সরাতে পারেননি তিনি। বল তাঁর ব্যাট স্পর্শ করে চলে যায় থার্ড ম্যানের কাছে। টপ অর্ডারের প্রথম চার ব্যাটারকে এভাবে হারানোর পর পাকিস্তান সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। ১৪৭ রানেই গুটিয়ে যায় তারা।
দুরন্ত হার্দিক-ভুবি
হার্দিক বল হাতে মোট তিন উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ২৬ রান খরচ করে চার উইকেট নেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটাই ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স। অর্শদীপ নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে নেন দুই উইকেট। লক্ষ্য খুব একটা বড় নয়। এই ম্যাচ কী জিততে পারবে ভারত, এখন এটাই আসল প্রশ্ন। নজর বিরাট কোহলি, রোহিত শর্মার দিকে।
আরও পড়ুন: শততম টি-টোয়েন্টি খেলতে নামা বিরাট কোহলিকে শুভেচ্ছায় ভাসালেন ভারতীয় সতীর্থরা