IND vs PAK: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পক্ষে সোচ্চার হরভজন, কী বললেন তিনি?
Harbhajan Singh: দুই দেশের হাইভোল্টেজ ম্যাচের আগে অনুশীলনে দুই দেশের ক্রিকেটারদেরও অনুশীলনে একে অপরের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায়। এই ছবিগুলি ইতিবাচক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন হরভজন।

দুবাই: আজ দুবাইয়ে এশিয়া কাপের (Asia Cup 2022) ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ওভারে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ তুলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। গোটা ম্যাচ জুড়েই সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচ দেখার জন্য স্বাভাবিকভাবেই দর্শক দ্বারা পরিপূর্ণ ছিল দুবাইয়ের মাঠ। এরই মাঝে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা নিয়ে ফের জল্পনা ভেসে আসে।
ভারত ও পাকিস্তান বর্তমানে দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জেরে আর দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয় না। দুই দেশের সাক্ষাৎ বলতে আইসিসি বা এশিয়ার টুর্নামেন্টগুলি। তাই এইসব ম্যাচগুলি ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এত উন্মাদনা সত্ত্বেও, রাজনৈতিক অস্থিরতায় ভারত-পাক ম্যাচ না হওয়ায় দর্শকদের হতাশাপ বিষয়টা কিন্তু বারংবার সামনে উঠে এসেছে। অতীতে নিরপেক্ষ মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলারও প্রস্তাব শোনা গিয়েছে অনেকের গলায়। এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সিরিজ আয়োজনের পক্ষে ব্যাট ধরলেন হরভজন সিংহ (Harbhajan Singh)।
স্পষ্টবাক হরভজন
ভারত ও পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একেবারে অকপটে নিজের মতামত জানিয়ে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে দুই দেশে না হলেও, নিরপেক্ষ মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হতেই পারে। 'নিঃসন্দেহে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত। ক্রিকেট খেলা হলে দুই দেশের সম্পর্কও ভাল হবে। আমি বুঝতে পারছি যে রাজনৈতিক পার্থক্যের জেরে বর্তমানে দুই দল একে অপরের দেশে খেলতে যাচ্ছে না। তবে দুবাই বা অন্য়ান্য নিরপেক্ষ মাঠে তো ম্যাচ আয়োজন করাই যায়। যদি তা সম্ভব হয়, তাহলে ক্রিকেটের জন্য ভাল তো হবেই, দুই দেশের জনগণের কাছেও একটা সুন্দর বার্তা পৌঁছবে।' মতামত হরভজনের।
ইতিবাচক ইঙ্গিত
দুই দেশের হাইভোল্টেজ ম্যাচের আগে অনুশীলনে দুই দেশের ক্রিকেটারদেরও অনুশীলনে একে অপরের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায়। শাহিন আফ্রিদির সঙ্গে দেখা করে তাঁর চোটের বিষয়ে খোঁজখবর নেন বিরাট কোহলি, কেএল রাহুলরা। পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে গল্প করতে দেখা যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও। এই ছবিগুলি ইতিবাচক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন হরভজন। তিনি বলেন, 'ম্যাচের আগে এই বিরাট বাবররা একে অপরের সঙ্গে দেখা করছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন এটা দারুণ একটা দৃশ্য। আগেও এমনটা আমাদের মধ্যেও হত। আমার মতে এই ছবিগুলির দ্বারা ক্রিকেটের মাধ্যমে দারুণ একটা বার্তাও পৌঁছচ্ছে সকলের কাছে।' শেষমেশ হরভজন তথা কোটি কোটি অনুরাগীর মনের সাধ মেটে কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়েও অখুশি ভুবনেশ্বর, কারণটা কী?





















