IND vs SA: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থ, তবুও ধবনের সমর্থনে মুখ খুললেন প্রাক্তন নির্বাচক
IND vs SA: বিজয় হাজারে (vijay hazare) ট্রফিতে একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শিখর ধবন। দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে ওয়ান ডে সিরিজের জন্য সুযোগ পেয়েছেন।
মুম্বই: জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে তিনি এই মুহূর্তে। ব্যক্তিহত জীবনে আঘাত এসেছে। তার পর ২২ গজেও ধারাবাহিক খারাপ পারফরম্যান্স। বিজয় হাজারে (vijay hazare) ট্রফিতে একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতীয় দলের এই তারকা বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে ওয়ান ডে সিরিজের জন্য ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন শিখর ধবন (shikhar dhawan)। কিন্তু অনেকেই অবাক হয়েছেন যে ফর্মে না থাকা সত্ত্বেও কেন ধবনকে দলে নেওয়া হল? যদিও প্রাক্তন নির্বাচক সাবা করিম মনে করেন যে কয়েকটি ইনিংসের ওপর নির্ভর করে কখনোই ধবনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
সাবা এক সাক্ষাৎকারে বলেন, ''ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের নিরিখে শিখর ধবনের দলে নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত নয়। দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে কেমন পারফর্ম করেছে ধবন, তার ওপরই দলে ওর নির্বাচন হওয়া উচিত। আমি নিশ্চিত যে নির্বাচকরা হয়ত মনে করেছে যে শিখরের মধ্যে এখনও সেই ক্ষমতা রয়েছে, যা দলের উন্নতিতে কাজে লাগবে। আমার যতদূর মনে হয় রুতুরাজ গায়কোয়াডের ৩ নম্বরে খেলার সম্ভাবনাও রয়েছে।'' উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে ধবন যেখানে মাত্র ৫৬ রান করেছেন, সেখানে রুতুরাজ ১৫০-এর ওপর গড়ে ৬০৩ রান করেছেন টু্র্নামেন্টে। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। তিন ম্যাচের সিরিজে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। সহ অধিনায়কের দায়িত্বে জশপ্রীত বুমরা। রোহিত শর্মা ফিট না থাকায় একদিনের সিরিজে তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়েছে বিসিসিআই। আপাতত তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড।
দলে যাঁরা জায়গা পেলেন...
কে এল রাহুল (অধিনায়ক)
বিরাট কোহলি
শিখর ধবন
রুতুরাজ গায়কোয়াড়
বেঙ্কটেশ আইয়ার
শ্রেয়স আইয়ার
সূর্যকুমার যাদব
ঈশান কিষাণ
আর অশ্বিন
যুজবেন্দ্র চাহাল
ওয়াশিংটন সুন্দর
যশপ্রীত বুমরা (ভিসি)
ভুবনেশ্বর কুমার
ঋষভ পন্থ
প্রসিদ্ধ কৃষ্ণ
শার্দুল ঠাকুর
মহম্মদ সিরাজ
দীপক চাহার