IND vs SA: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার নজির দক্ষিণ আফ্রিকার, হল একাধিক রেকর্ড
India vs South Africa: ভারতের বিরুদ্ধে হেরেছে। এবং হেরেছে রীতিমতো বিপর্যস্ত হয়ে। ৮ উইকেটে ম্যাচ জিতেছে ভারত। ২০০ বল বাকি থাকতে।
![IND vs SA: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার নজির দক্ষিণ আফ্রিকার, হল একাধিক রেকর্ড IND vs SA: South Africa's lowest ODI total on home soil, Arshdeep Singh first Indian pacer to take five for against SA and other records IND vs SA: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার নজির দক্ষিণ আফ্রিকার, হল একাধিক রেকর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/394070431edcb544e7613ccadd5d66cb170282365579450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জোহানেসবার্গ: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। ভারতের বিরুদ্ধে হেরেছে। এবং হেরেছে রীতিমতো বিপর্যস্ত হয়ে। ৮ উইকেটে ম্যাচ জিতেছে ভারত। ২০০ বল বাকি থাকতে। ভারতের দাপট দেখানোর দিনে ওয়ান্ডারার্সে তৈরি হল একাধিক রেকর্ডও।
বেঁচে যাওয়া বলের হিসাবে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। এর আগে ২০০৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের কাছে ২১৫ বল বাকি থাকতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেটাই প্রোটিয়াদের বৃহত্তম পরাজয়। রবিবার ভারতের কাছে ২০০ বল বাকি থাকতে পরাস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৮ বল বাকি থাকতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের কাছে ১৮৫ বল বাকি থাকতে ম্যাচ হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
বল বাকি রয়েছে, এই নিক্তিতে এটা ভারতের পঞ্চম বৃহত্তম জয়। চলতি বছরে কলম্বোয় এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৬৩ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত। সেটাই বাকি থাকা বলের হিসাবে ভারতের বৃহত্তম জয়। ২০০১ সালে ব্লুমফন্টিনে ২৩১ বল বাকি থাকতে কিনিয়াকে হারিয়েছিল ভারত। ২০১৮ সালে তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজকে ২১১ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত।
রবিবার সাই সুদর্শনের ওয়ান ডে অভিষেক হয়। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করলেন তিনি। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে অভিষেকে পঞ্চাশের বেশি রান করলেন সুদর্শন।
তবে শুধু ওপেনারদের কথা ধরলে, সুদর্শন হলেন অভিষেক ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৬ রান করেন রবিন উথাপ্পা। ২০১৬ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচে নেমে অপরাজিত ১০০ রান করেছিলেন কে এল রাহুল। সেই বছরই ফৈয়জ ফজল জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে অপরাজিত ৫৫ রান করেন। আর রবিবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ৫৫ রান করেছেন সুদর্শন।
রবিবার ওয়ান্ডারার্সে ২৭.৩ ওভারে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এটাই ওয়ান ডে-তে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর।
আরও পড়ুন: অভিষেক ম্যাচেই সফল সুদর্শন, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ODI সিরিজে এগিয়ে গেল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)