IND vs SA ODI: রাহুলের নেতৃত্বে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি শুরু কোহলিদের
IND vs SA ODI: এদিন অনুশীলনেও সেই চেনা বিরাটকেই দেখতে পাওয়া গেল। টিম হাডলে উপস্থিত হয়ে বাকি সতীর্থদের মতই যাবতীয় টিপস শুনলেন অধিনায়ক ও কোচ দ্রাবিড়ের (rahul dravid)।
পার্ল: টেস্ট সিরিজ অতীত। এবার সামনে ওয়ান ডে সিরিজ। সময় নষ্ট করার সময় নেই। আজ সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। কে এল রাহুলের নেতৃত্বে আসন্ন ওয়ান ডে সিরিজে খেলতে নামবে ভারতীয় দল। আগামী ১৯ জানুয়ারি, বুধবার প্রথম ম্যাচে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
প্রথম দিনের অনুশীলনে সবার নজর ছিল বিরাট কোহলির দিকে ২ দিন আগেই নেতৃত্ব ছেড়েছেন টেস্টের। ওয়ান ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে আগের বছরই নেতৃত্ব থেকে সরতে হয়েছিল। আসন্ন সিরিজে রোহিত শর্মা না থাকায় কে এল রাহুলের অধীনে খেলতে নামবেন বিরাট। এদিন অনুশীলনেও সেই চেনা বিরাটকেই দেখতে পাওয়া গেল। টিম হাডলে উপস্থিত হয়ে বাকি সতীর্থদের মতই যাবতীয় টিপস শুনলেন অধিনায়ক ও কোচ দ্রাবিড়ের।
ODI MODE 🔛
— BCCI (@BCCI) January 17, 2022
We are here at Boland Park to begin prep for the ODIs 👍🏻#TeamIndia | #SAvIND pic.twitter.com/psMVDaNwbc
এদিকে, বিরাটকে পরামর্শ দিলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব মনে করেন যে নিজের ইগো সরিয়ে রেখে জুনিয়রের নেতৃত্বে খেলতে হবে বিরাটকে। ওর সেরাটা দিতে হবে। এক সাক্ষাৎকারে কপিল বলেন, ''বিরাটের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। গত কয়েক মাস ধরে খুব একটা ভাল সময় ওর যাচ্ছিল না। বিশেষ করে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকে। অনেক চাপ ছিল। আমার মনে হয় নেতৃত্ব উপভোগ করতে পারছিল না ও। তাই হয়ত মনে হয়েছে যে নেতৃত্ব ছেড়ে শুধু ব্যাটার হিসেবে মন দেবে খেলায়।''
তিনি আরও বলেন, ''বিরাট একজন পরিণত মানুষ। আমি নিশ্চিত ও এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবেছে। আমার সময় সুনীল গাওস্কর আমার অধীনে খেলেছে। আমি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছি। আমার কোনো ইগো ছিল না। বিরাটকেও ওর ইগো সরিয়ে তরুণ ক্রিকেটারের অধীনে খেলতে হবে। এটা ওকে আর ভারতীয় ক্রিকেটকে সাহায্য করবে। বিরাটের উচিত নতুন অধিনায়ক ও তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া, তাঁদের পাশে থাকা। আমরা ব্যাটার বিরাটকে কোনোভাবেই হারাতে চাই না।''
আরও পড়ুনঃ হৃদয় জিতলেন কামিন্স, শ্যাম্পেনের বোতল সরিয়ে খোয়াজাকে ডেকে নিলেন সেলিব্রেশন মঞ্চে