IND vs SA: আজ দ্বিতীয় টি-টোয়েন্টি, কখন, কোথায় দেখবেন ইন্দো-আফ্রিকা দ্বৈরথ?
IND vs SA T20: আজ পন্থের দলের সামনে সুযোগ সিরিজে সমতা ফেরানোর। প্রথম ম্যাচটি হয়েছিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আজ কটকে আমনে সামনে দুই দল।
কটক: প্রথম ম্যাচে হারতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে (T20) খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাভুমার দল। প্রথম ম্যাচে ৭ উইকেটে দুরন্ত জয় পেয়েছে তারা। আজ পন্থের দলের সামনে সুযোগ সিরিজে সমতা ফেরানোর। প্রথম ম্যাচটি হয়েছিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আজ কটকে আমনে সামনে দুই দল। আগের ম্যাচে ভারতীয় বোলিং লাইন আপ সাফল্য পায়নি। এদিন তাই প্রথম একাদশে কিছু বদল আসতেই পারে।
আজ ম্যাচ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা?
বারাবাটি স্টেডিয়াম, কটক
কখন শুরু?
স্থানীয় সময় সন্ধে ৭টায় ম্যাচ শুরু
কোথায় দেখা যাবে?
এই ম্য়াচ সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে
ভারতের সবচেয়ে বড় সমস্যা হল তাঁদের বোলিং অ্যাটাক। আগের ম্যাচ ব্যাট হাতে ব্যাটাররা বিশাল বড় স্কোর বোর্ডে তুলে নিয়েছিল। ২১১ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করে। তাঁদের সবচেয়ে বড় সমস্যা ডেভিড মিলার। শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন তিনি, তা চিন্তা বাড়াবেই টিম ইন্ডিয়াকে। আইপিএলে ঠিক যেই ফর্মে শেষ করেছিলেন, এই সিরিজে সেখান থেকেই শুরু করেন মিলার।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ১৬ ম্য়াচ মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৯ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৭ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের মাটিতে প্রোটিয়া শিবিরের রেকর্ড বেশ ভাল। এখানে মোট ৫ বার খেলতে নেমে ৪ বারই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দেখার দেশের মাটিতে সেই রেকর্ড নিজেদের দখলে আনতে পারে কি না ভারতীয় দল।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য সুনীল, আফগানিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারাল ভারত