IND vs SL, 1st Innings Highlight: শনাকার ব্যাটিং ঝড়ে ভারতের সামনে লড়াই করার মতো স্কোর শ্রীলঙ্কার
IND vs SL, 3rd T20: রবিবার, নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিলেন অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন তিনি।
ধর্মশালা: ম্যাচ আলাদা। মাঠ আলাদা। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দাপট অব্যহত। রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে (Ind vs SL) ফের ছন্দে দেখা গেল ভারতীয় বোলারদের। শ্রীলঙ্কার টপ অর্ডারকে জোরাল ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ, আবেশ খানরা। তবু, রবিবার, নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিলেন অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত রইলেন তিনি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তুলল ১৪৬/৫।
শনিবার, আগের ম্যাচে বাউন্সারে মাথায় চোট পাওয়া ঈশান কিষাণকে রবিবার খেলায়নি ভারত। সেই সঙ্গে বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারকে। তাঁদের বদলে সুযোগ পান রবি বিষ্ণোই, আবেশ খান, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
শুরুতেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়ে দেন আবেশ ও সিরাজ। একটা সময় ১২.১ ওভারে ৬০/৫ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন শনাকা। মাত্র ৩৮ বলে ৭৪ করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও জোড়া ছক্কা। ভারতীয় বোলারদের মধ্যে দুই উইকেট আবেশের। একটি করে উইকেট সিরাজ, হর্ষল ও রবির।
সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে । লখনউয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ও ধর্মশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করেছে ভারত (Ind vs SL) । রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার । সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma) ।
কী সেই রেকর্ড ? মুম্বইয়ের তারকাই বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন। রবিবারের ম্যাচ রোহিতের কেরিয়ারে ১২৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ । তিনি ভেঙে দিলেন শোয়েব মালিকের (Shoaib Malik) রেকর্ড । পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন সানিয়া মির্জার (Sania Mirza) স্বামী। তাঁর পিছনে রয়েছে পাকিস্তানেরই মহম্মদ হাফিজ। প্রোফেসর নামে ক্রিকেটবিশ্বে জনপ্রিয় পাক তারকা ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্য়ান্ডের অইন মর্গ্যান ১১৫টি ও বাংলাদেশের মাহমাদুল্লাহ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।