Rohit Sharma: আলো জ্বললেই ওয়াংখেড়েতে পেস-আতঙ্ক? প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রোহিত
Ind vs SL: ঘরের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলতে নেমে রোমাঞ্চিত রোহিত।
![Rohit Sharma: আলো জ্বললেই ওয়াংখেড়েতে পেস-আতঙ্ক? প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রোহিত Ind vs SL ODI World Cup 2023: under lights there will be good assistance for our pacers, Rohit Sharma said after the toss Rohit Sharma: আলো জ্বললেই ওয়াংখেড়েতে পেস-আতঙ্ক? প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রোহিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/c87f02fb4714152d993d8f452b0ccb47169891465311650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বৃহস্পতিবারের ওয়াংখেড়ে তাঁর কাছে স্মরণীয় এক মুহূর্ত নিয়ে হাজির হল। যে মাঠে খেলে তিনি বাইশ গজে পরিচিতি তৈরি করেছিলেন, সেই স্টেডিয়ামেই জাতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাও আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই শ্রীলঙ্কা, ১২ বছর আগে যাদের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত।
ঘরের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলতে নেমে রোমাঞ্চিত রোহিত। চলতি ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করতে পাঠিয়েছেন কুশল মেন্ডিস। দাসুন শনাকার পরিবর্তে যিনি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন। টসের পর রোহিত জানিয়েছেন, তাঁরা এমনিতেও প্রথমে ব্য়াট করার কথাই ভেবে রেখিছিলেন। অর্থাৎ, টস তাঁদের কৌশলকে খুব একটা ধাক্কা দিতে পারেনি।
টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেন, 'আমরা আগে ব্যাটিংই করতাম। কারণ, এই পিচ ব্যাটিংয়ের জন্য ভাল।' তারপরই রোহিত শুনিয়েছেন দলের পেস বিভাগ নিয়ে আত্মবিশ্বাসের কথা। বলেছেন, 'উইকেটে শুরুর দিকে পেসারদের জন্য একটু সাহায্য় থাকবে। তবে নৈশালোকে পেসারদের জন্য ভালরকম সহায়তা থাকবে।'
যা শুনলে ভারতীয় পেস ত্রয়ীর চোখ চকচক করে উঠবে, স্বাভাবিক। এমনিতেই বিশ্বকাপে দুরন্ত ছন্দে ভারতীয় পেস আক্রমণ। যশপ্রীত বুমরা পুরো বুম বুম মেজাজে। প্রতিপক্ষ ব্যাটিংয়ে থরহরিকম্প ধরিয়ে দিচ্ছেন। নিখুঁত নিশানায় টানা বল করে যেতে পারেন। তার সঙ্গে ঘণ্টায় ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি উইকেটপ্রাপক ভারতীয় বোলারদের তালিকায় শীর্ষে তিনি। তার ওপর ওয়াংখেড়ে বুমরারও ঘরের মাঠ। আইপিএলে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ওয়াংখেড়ের পিচের প্রতি বর্গফুট তাঁর চেনা হাতের তালুর মতো।
এশিয়া কাপের ফাইনালে বল হাতে একাই কার্যত জিতিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ়। বিশ্বকাপে সেই আগুনে ফর্মে না থাকলেও ৬ ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন। আর রয়েছেন মহম্মদ শামি। প্রথম চার ম্যাচে একাদশে সুযোগ পাননি। তারপর সুযোগ পেয়েই আগুন ঝরাচ্ছেন। ২ ম্য়াচে ৯ উইকেট নিয়েছেন বাংলার পেসার।
রাতের ওয়াংখেড়ে থেকে সুবিধা পেলে বল হাতে ত্রয়ী যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, বুঝিয়ে দিয়েছেন রোহিতও।
আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)