Smriti Mandhana: টি-টোয়েন্টিতে রোহিত-বিরাটের পাশে জায়গা করে নিলেন স্মৃতি
Ind vs SL: ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্লাবে তিনি জায়গা করে নিলেন।
ডাম্বুলা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতার পাশাপাশি নতুন এক মাইলফলকও ছুঁয়ে ফেললেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্লাবে তিনি জায়গা করে নিলেন।
ভারতের হয়ে বিরাট, রোহিত ছাড়াও এই রেকর্ড রয়েছে মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরের। সেই দিক থেকে মেয়েদের মধ্যে তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূরণ করে ফেললেন মান্ধানা।
টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। তাঁর সংগ্রহ ৩৩১৩ রান। তারপরই রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৩২৯৬ রান। তিনে সদ্য অবসর নেওয়া মিতালি রাজ। তিনি ২৩৬৪ রান করেছেন। খুব পিছিয়ে নেই হরমনপ্রীত। তাঁর সংগ্রহ ২৩৫৫। স্মৃতি রয়েছেন পাঁচে। তাঁর রান ২০১১।
In a game that ebbed and flowed, India held their nerve to seal the T20I series against Sri Lanka 👏#SLvIND report 👇https://t.co/kHDAKYjSW9
— ICC (@ICC) June 25, 2022
মহিলাদের ক্রিকেটে বড় সাফল্য ভারতের। বিদেশের মাটি থেকে ট্রফি জয় নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজকদের ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হারান হরমনপ্রীতরা।
ব্যাটে-বলে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন হরমনপ্রীত। দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধনাও। বল হাতে নজর কাড়েন বাংলার হয়ে খেলা দীপ্তি শর্মা।
ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ৪৩ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ভিশমি গুণরত্নে করেন ৫০ বলে ৪৫ রান। দীপ্তি ৩৪ রানে ২টি উইকেট নেন। হরমনপ্রীত ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিংহ, রাধা যাদব ও পূজা বস্ত্রকার।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.১ ওভারে ৫ উইকেটে ১২৭ রান তুলে ম্যাচ তথা সিরিজ জিতে যায়। ভারতের হয়ে স্মৃতি মান্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শেফালি ১৭, মেঘনা ১৭, জেমাইমা রড্রিগেজ ৩ ও ইয়াস্তিকা ভাটিয়া ১৩ রান করে আউট হন। ৫ রান করে অপরাজিত থাকেন দীপ্তি। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত।
আরও পড়ুন: ফ্লিন্টফ-জনসনদের প্রাক্তন গুরুর কাছে ক্লাস করতে চললেন মনোজদের কোচ