IND vs UAE: জেমিমা, দীপ্তির ব্যাটিং ঝড়ে এশিয়া কাপে আমিরশাহি বধ ভারতের
Women's Asia Cup 2022: হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকলেও স্মৃতি মন্ধানার নেতৃত্বে এদিন ১০৪ রানের বিশাল বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। আগের ম্যাচেও মালয়েশিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত।
সিলেট: মহিলাদের এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Womens Cricket Team)। ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। হরমনপ্রীত কৌর বিশ্রামে থাকলেও স্মৃতি মন্ধানার নেতৃত্বে এদিন ১০৪ রানের বিশাল বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। দ্বিতীয় ম্যাচেও মালয়েশিয়াকেও হারিয়ে দেয় তাঁরা।
View this post on Instagram
অপরাজিত অর্ধশতরান করে ম্য়াচের সেরা রডরিগেজ
১১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জেমিমা রডরিগেজ। এছাড়াও তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে এদিন ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৮ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে আমিরশাহি আটকে যায় ৪ উইকেটে ৭৪ রানে। ১০৪ রানের বিশাল ব্যবধানে আমিরশাহিকে হারিয়ে দেয় ভারত। এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের বোলারদের মধ্যে ৩ ওভারে ২০ রান দিয়ে সর্বাধিক ২ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড। হেমলতা ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
এদিকে আর পুরুষদের ক্রিকেটে নিয়মরক্ষার ম্য়াচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছে রোহিত বাহিনী। পরপর ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। আজ জিতলেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে তাদের সামনে।