IND vs WI 1st ODI: মরিয়া ঝাঁপে চার রান সেভ, সঞ্জুর ফিল্ডিংয়েই কি জিতল ভারত?
Sanju Samson: শেফার্ডের পিছু করতে গিয়ে লেগ সাইডে ওয়াইড বল করেন সিরাজ। বল কিপারের থেকে মিস হওয়া মানেই ছিল নির্ধারিত চার রান। তবে ঝাঁপিয়ে পড়ে সেই বল আটকে দেন ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন।
পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে সিরিজের প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 1st ODI) একে অপরের মুখোমুখি হয়েছিল। গোটা ম্যাচ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন রানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। তবে ম্যাচের শেষ ওভারে একটা সেভই সম্ভবত গোটা ম্যাচের পার্থক্য গড়ে দিল।
অনবদ্য সঞ্জু
শেষ ওভারে মহম্মদ সিরাজের বিরুদ্ধে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রান তুলতে হত। ওভারের প্রথম চার বলে সাত রান খরচ করেছিলেন সিরাজ। এরপর পঞ্চম বলে রোমারিও শেফার্ডের পিছু করতে গিয়ে লেগ সাইডে ওয়াইড বল করেন তিনি। পিছনে কোনও ফিল্ডার ছিল না। বল কিপারের থেকে মিস হওয়া মানেই ছিল নির্ধারিত চার রান। তবে ঝাঁপিয়ে পড়ে সেই বল আটকে দেন ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন (Sanju Samson)।
Woawwwww 😲 …..Flying Sanju 🦸♂️👐
— Sourabh Pareek (@Eyesofsourabh) July 23, 2022
Saves the match for India 🇮🇳 #IndvsWI #SanjuSamson pic.twitter.com/90boOz5FBG
ফিল্ডিংয়ের গুরুত্ব
এক রানই অতিরিক্ত হয় ও বল থেকে। শেষ দুই বলে তিন রান দেন সিরাজ। পরিণামে তিন রানে ম্যাচ জিতে যায় ভারতীয় দল। সঞ্জু বাঁ-দিকে ঝাঁপিয়ে যদি এই বলটা না বাঁচাতেন, তাহলে গোটা ম্যাচ জুড়েই ভারতীয় দলের সম্পূর্ণ খাটা-খাটনিই নষ্ট হয়ে যেত। তাই নিঃসন্দেহে বলতেই হবে, একেবারে শেষবেলায় এই দুর্দান্ত ফিল্ডিং কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। আবারও প্রমাণ হয়ে গেল, ক্রিকেটের ময়দানে ফিল্ডিংয়ের গুরত্ব ঠিক কতটা।
সিরিজের প্রথম ওয়ান ডে জিতে নেওয়ার পর, কাল রবিবার আবার একই ময়দানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করার লক্ষ্যেই মাঠ নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: 'অনুভূতিটা জয়ের মতোই', হেরেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এমন বক্তব্যের কারণ কী?