IND vs WI, 1st Innings Highlights: ধবন-গিলের যুগলবন্দিতে বড় রান ভারতের, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৩০৯
IND vs WI, 1st ODI, Queen's Park Oval Stadium: ওপেনিং জুটিতে একশো রানেরও বেশি যোগ করলেন শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমান গিল (Shubman Gill)। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন শিখর ধবন।
পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে ভারতীয় ব্যাটারদের দাপট। ওপেনিং জুটিতে একশো রানেরও বেশি যোগ করলেন শিখর ধবন (Shikhar Dhawan) ও শুভমান গিল (Shubman Gill)। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন শিখর ধবন। ফিরলেন ৯৭ রান করে। ওয়ান ডে কেরিয়ারে এই নিয়ে মোট ৬ বার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। শুভমনকে দেখেও এক সময় মনে হচ্ছিল সেঞ্চুরি বাঁধা। কিন্তু ৫৩ বলে ৬৪ রান করে ফেরেন। হাফসেঞ্চুরি করেন তিন নম্বরে নামা শ্রেয়স আইয়ারও।
তবে প্রথম তিন ব্যাটারের দাপুটে ব্যাটিংয়ের রেশ ধরে রাখতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। যে কারণে ওপেনিং জুটিতে মাত্র ১৭.৪ ওভারে ১১৯ রান এবং দ্বিতীয় উইকেটে ১৫.২ ওভারে আরও ৯৪ রান যোগ হওয়ার পরেও ভারত আটকে গেল ৩০৮/৭ স্কোরে। একটা সময় মনে করা হচ্ছিল যে, অন্তত সাড়ে তিনশো রান তুলবে ভারত। কিন্তু শেষ ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় ভারত। রান পাননি সূর্যকুমার যাদব (১৪ বলে ১৩ রান),সঞ্জু স্যামসন (১৮ বলে ১২ রান)। শেষের দিকে অক্ষর পটেল (২১) ও দীপক হুডা (২৭) রান পেলেও, ঝোড়ো ব্যাটিং করতে পারেননি। যে কারণে ৩০৮/৭ স্কোরের বেশি তুলতে পারেনি ভারত।
ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ৩০৯ রানের। এই সিরিজের আগে থেকেই আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় শিবির (Team India)। ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজে ২-১ হারিয়ে এসেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে। স্বাভাবিকভাবে চাপে থাকবেন নিকোলাস পুরানরা।
অনেকে বলছেন, ডেথ ওভারে ভারতের রানকে ধরাছোঁয়ার বাইরে যেতে না দেওয়ার কৃতিত্ব প্রাপ্য ক্যারিবিয়ান স্পিনারদের। ভারতের রানের গতিতে লাগাম পরাতে পারাও ওয়েস্ট ইন্ডিজ শিবিরের ইতিবাচক দিক বলেই মনে করা হচ্ছে। তবু, ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা সহজ হবে না। প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহালদের বিরুদ্ধে ব্যাট করে এই রান তুলে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজকে বেশ কষ্ট করতে হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গভূষণ প্রাপ্তির খবর পাওয়ার দিন তিক্ততার কথা আর ভাবতে চান না ঋদ্ধিমান